14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বনানী, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

পি আই ডি
July 16, 2025 1:19 pm
Link Copied!

ঢাকায় বনানী, কেরানীগঞ্জ, মুন্সিগঞ্জ ও গাজীপুরে গতকাল চারটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এসময় আবাসিক ও শিল্প এলাকায় অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি বিপুল পরিমাণ পাইপ ও সরঞ্জাম জব্দ করা হয়েছে।

এসময় ঢাকায় বনানীর বিটিসিএল কলোনির আনসার ক্যাম্প ডি-২ বিল্ডিংয়ের আবাসিক কোয়ার্টারের বস্তিতে আনুমানিক ২০০ ডাবল চুলার অবৈধ গ্যাস ব্যবহারের রাইজার ২য় বারের মতো ধ্বংস করা হয়। এছাড়া, বিটিসিএল মাইক্রোওয়েভ ভবনের পশ্চিমের গলি, মন্দিরের গলি এবং জি-১৮ কোয়ার্টারের পেছনে ও ডি-৩ কোয়ার্টারের সামনে পরিচালিত অভিযানে আরো কয়েকশ’ অবৈধ চুলা বিচ্ছিন্ন করা হয়।

কেরানীগঞ্জের কালিন্দী ইউনিয়নের বোরহানিবাগের একটি কারখানায় অভিযানকালে ২টি তাপাই ভাট্টি ও ১৬০০ ঘনফুট/ঘণ্টা লোডের অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি তাৎক্ষণিকভাবে ১ লক্ষ টাকা অর্থদণ্ড আদায় করা হয়। গ্যাস লাইনটি উৎস পয়েন্টে থেকে সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়। এছাড়া, একই অভিযানে মুসলিমবাগে চারটি পৃথক পয়েন্টে অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ অভিযানে মাসিক আনুমানিক ৩ লাখ ৯২ হাজার ৭১০ টাকার গ্যাস সাশ্রয় হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

মুন্সিগঞ্জের গজারিয়ার পুরান বাউশিয়া ও চর বাউশিয়া মধ্যমকান্দি এলাকায় অভিযানকালে দুটি চুন কারখানার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পর এক্সক্যাভেটর মেশিনের মাধ্যমে অবৈধ স্থাপনাগুলো সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া হয়। এতে প্রতিদিন আনুমানিক ২৬ হাজার ঘনফুট/ঘণ্টা গ্যাস সাশ্রয় হবে, যার আর্থিক মূল্য দৈনিক ৪ লাখ ২০ হাজার টাকা। কারখানার মালিকদের ঘটনাস্থলে না পাওয়ায় তাদের বিরুদ্ধে এবং জমির মালিকদের বিরুদ্ধে গজারিয়া থানায় এফআইআর (FIR) দায়ের করার প্রস্তুতি চলছে।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কোনাবাড়ীতে খালেক সাহেবের ইট ভাটা সংলগ্ন এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। এসময় ৮টি অবৈধ ও বিল বইবিহীন রাইজার চিহ্নিত করে বিচ্ছিন্ন করার ফলে ২৫৭টি দ্বিমুখী চুলার অবৈধ সংযোগও বিচ্ছিন্ন হয়। এছাড়া, ‘মীর মেটাল’ নামক একটি কিচেন র‍্যাক তৈরির কারখানায় অভিযান চালিয়ে ১টি লাইনের ৭টি অবৈধ বার্নার ফ্রেম জব্দ করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়ের নেতৃত্বে ঢাকার বনানীতে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিজা খাতুনের নেতৃত্বে ঢাকার কেরানীগঞ্জে, নির্বাহী ম্যাজিস্ট্রেট হাছিবুর রহমানের নেতৃত্বে মুন্সিগঞ্জের গজারিয়ায় এবং পেট্রোবাংলার নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমন সরকারের নেতৃত্বে গাজীপুরের কোনাবাড়ীতে এসব মোবাইল কোর্ট পরিচালিত হয়।

http://www.anandalokfoundation.com/