× Banner
সর্বশেষ
গাজা শান্তি চুক্তিতে সই করতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ভারতে এশিয়ার বৃহত্তম ডেটা সেন্টার তৈরি করবে গুগল উইন্ডোজ ১০ ব্যবহারকারীদের জন্য সতর্কবার্তা আজ ৯ অক্টোবর বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ৯ অক্টোবর (২২ আশ্বিন) বৃহস্পতিবারের দিনপঞ্জি ও ইতিহাসের এইদিনে ঢামেক ছাত্রী নন্দিনী সরকার মৃত্যুর কারণ স্থানীয় অর্থনীতির কার্যকর ওয়ান স্টপ সেন্টার হবে ডাক বিভাগ -প্রধান উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচনে পোস্টাল ব্যালটে গোপনীয়তা অটুট থাকবে -ফয়েজ আহমদ তৈয়্যব মাদারীপুরের শিবচরে সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরি, নগদ অর্থ ও স্বর্ণাংকার নিয়ে চোররক্র ফিলিস্তিনিদের অদম্য স্পৃহা একদিন তাঁদের মুক্তি এনে দেবে -পরিবেশ উপদেষ্টা

পুলিশের রাইফেলের আঘাতে মটর সাইকেল আরোহী জখম

admin
হালনাগাদ: সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

যশোর প্রতিনিধি: সিগনাল না মানায় আবু সাঈদ (৩০) নামে এক যুবকের মাথায় রাইফেলের বাট দিয়ে মেরে রক্তাক্ত জখম করেছেন এক পুলিশ সদস্য। গুরুতর অবস্থায় তিনি বর্তমানে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন।

সাঈদ মণিরামপুরের রাজগঞ্জ হানুয়ার এলাকার লুৎফর রহমান মুন্সির ছেলে। ঘটনাটি ঘটেছে শনিবার সন্ধ্যায় যশোর শহরের শংকরপুর মুরগির ফার্ম এলাকায়। এ সময় উত্তেজিত জনতা পুলিশকে অবরুদ্ধ করে রাখে। পরে আওয়ামী লীগের স্থানীয় এক নেতা জনতাকে আশ্বস্ত এবং জনরোষ থেকে পুলিশকে উদ্ধার করেন

প্রত্যক্ষ্যদর্শীরা জানান, সন্ধ্যা ৬ টার দিকে কোতয়ালী থানার এএসআই লিটন সরদার এবং দুজন পুলিশ কনস্টেবল ও দুজন আনসার সদস্য শহরের শংকরপুরস্থ সরকারি মুরগির ফার্মের গেটের সামনে চেকপোস্ট বসিয়ে যানবাহন চেক করছিলেন। এসময় দুজন মোটরসাইকেলে চড়ে শহর থেকে শংকরপুরের দিকে যাচ্ছিলেন। পুলিশের একজন সদস্য মোটরসাইকেলটিকে সিগনাল দেয়। কিন্তু তারা না থামিয়ে চলে যাওয়ায় চেষ্টা করলে পুলিশ কনস্টেবল রোকন (নং-২৯৩৭৪) মোটরসাইকেলের আরোহী আবু সাঈদকে রাইফেলের বাট দিয়ে আঘাত করেন। এসময় তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

গোলাম মোস্তফা স্বীকার করেন ঘটনার পরপরই উত্তেজিত লোকজন পুলিশ সদস্যদের ঘিরে রাখে। পরিস্থিতি খারাপের দিকে যাবে ভেবে তিনি পুলিশ সুপার ও কোতয়ালী থানার ওসিকে বিষয়টি অবহিত করেন। খবর পেয়ে কোতয়ালী থানার ওসি শিকদার আককাছ আলী ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান এবং উত্তেজিত জনতাকে শান্ত করেন। এরপর তাদের কাছ থেকে পুলিশ সদস্যদের নিয়ে আসেন।

আহত আবু সাঈদ জানান, তিনি যশোর শহরে এসেছিলেন মোটরসাইকেলের পার্টস কিনতে। মাল নিয়ে তিনি তার বাড়ি মণিরামপুর উপজেলার রাজগঞ্জের হানুয়া গ্রামে ফিরছিলেন। মোটরসাইকেল সাইড দেওয়ার জন্যে তার চালক পাশে দাড়ানোর আগেই পুলিশ তার মাথায় রাইফেল দিয়ে আঘাত করে। এর পরের কোনো ঘটনা তিনি মনে করতে পারছেন না।

এ বিষয়ে এএসআই লিটন হোসেন বলেন, ‘সিগনাল দেয়া হলেও তারা থামেনি। মোটরসাইকেল চালক পালিয়ে গেছে। তার কাছে অস্ত্র-গুলি আছে বলে ধারণা করছি।’ রাইফেলের আঘাতে নয়, সাঈদ মোটরসাইকেল থেকে পড়ে আহত হয়েছেন বলে এই পুলিশ অফিসারের দাবি।

যোগাযোগ করা হলে কোতয়ালী থানার ওসি শিকদার আকাছ আলী জানান, এটা একটি দুর্ঘটনা। সঠিক কী ঘটেছিল তা বলতে পারেন না।


এ ক্যটাগরির আরো খবর..