14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ঠাকুর অনুকুল চন্দ্রের শুভ ভাদ্র পরিক্রমার বিশেষ অধিবেশন অনুষ্টিত

Rai Kishori
September 6, 2019 10:51 pm
Link Copied!

নবীগঞ্জ(হবিগঞ্জ)প্রতিনিধি। নবীগঞ্জ প্রতিনিধিঃ নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের উদ্যাগে যুগ পুরুষোত্তম শ্রী শ্রী ঠাকুর অনুকুল চন্দ্রের ১৩২ তম জন্ম তিথিকে সামনে রেখে শুভ ভাদ্র পরিক্রমার ১৯তম দিনে বিশেষ সৎসঙ্গ অধিবেশন বিভিন্ন অনুষ্টানমালার মধ্য দিয়ে আজ শুক্রবার নবীগঞ্জ গোবিন্দ জিউড় আখড়ায় উপজেলা সৎসঙ্গের উদ্যোগে অনুষ্টিত হয়েছে।

অনুষ্টানমালার মধ্যে ছিল সমবেত প্রার্থনা,বিশ্বশান্তি কামনায় নামজপ,গ্রন্থাদি পাঠ,আলোচনা সভা,সাংস্কৃতিক অনুষ্টান ও প্রসাদ বিতরন। নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সভাপতি ডাঃ মৃনাল কান্তি দাশ বাদলের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সাংবাদিক উত্তম কুমার পাল হিমেলের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন,নবীগঞ্জ উপজেলা সৎসঙ্গের সহ-সভাপতি শিক্ষক সুব্রত দাশ,রাখাল চন্দ্র দাশ,তাপস বনিক,মৃম্ময় কান্তি দাশ বিজন, শিক্ষক নিখিল সুত্রধর,তনয় কান্তি গোপ অনজন,শিক্ষক সঞ্জয় ধাম,নরেশ দাশ,রতিশ দাশ,সেলাই দাশ,নিতেশ দাশ,মিহির দাশ,শুভ দাশ,নয়নমনি সরকার,সজল দেব,দিপন দাশ, বৌদ্ধ গোপ, নয়ন দাশ,জয়হরি দেব,সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সবশেষে ভক্তবৃন্দের মাঝে আনন্দবাজারে প্রসাদ বিতরন করা হয়।

http://www.anandalokfoundation.com/