14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ধামরাইয়ে ২৭৫ শিক্ষার্থীকে বৃত্তি ও ২৫ মুক্তিযোদ্ধাকে সম্মাননা

admin
August 20, 2016 12:55 pm
Link Copied!

দুলাল পাল – স্টাপ রিপোর্টার: ঢাকার ধামরাইয়ের সূতিপাড়া ফারমার্স ট্রেনিং সেন্টারে শুক্রবারে বেসরকারি উন্নয়ন সংস্থা এস, ডি ,আইয়ের উদ্যোগে অতি দরিদ্র ২৭৫ শিক্ষার্থীকে সাহাওনেসা সামাদ স্মৃতি মেধা বাই সাইকেল সনদ নগদ অর্থ ক্রেষ্ট ও ২৫ জন অসচ্ছল ও যুদ্ধাহত মুক্তি যোদ্ধাকে ১০ হাজার করে টাকা এবং সম্মাননা পুরস্কার প্রদান করেছে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রো ভি সি ও এস ডি আইয়ের চেয়ারম্যান প্রফেসর ড.মো:আবুল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন  স্থানীয় এমপি এম এ মালেক স্বাগত বক্তব্য রাখেন এস ডি আইয়ের নির্বাহী পরিচালক সামসুল হক।বিশেষ অতিথি ছিলেন ঢাকা জেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক এমপি বেনজীর আহমদ ,ইউ এন ও সৈয়দ শরিকুল ইসলাম,প্রথ্যাত অভিনেত্রী দিলারা জামান,জাতীয়এমপি এম এ মালেক এস ডি আইয়ের নির্বাহী পরিচালক সামসুল হক ফুটবল দলের সাবেক অধিনায়ক কায়সার হামিদ ,সাহিত্যিক লোপা কায়সার।

http://www.anandalokfoundation.com/