নওগাঁর ধামইরহাটে গোফরইমপ্যাক্ট প্রকল্পের সহায়তা কার্যক্রমের আওতায় ধামইরহাট পৌরসভা এলাকায় ওয়ার্ড পর্যায়ে জলবায়ু সহনশীল অংশগ্রহণম‚লক জলবায়ু পরিবর্তন জনিত বিপন্নতা বিশ্লেষণ যাচাই বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বেসরকারী উন্নয়ন সংস্থা ইসএডিও’র আয়োজনে ও সুইজারল্যান্ড সরকারের আর্থিক সহায়তায় এবং ওয়াটারএইড বাংলাদেশ ও সুইসকন্টাক বাংলাদেশের কারিগরি সহযোগিতায় ইউএসডিও’র গোফরইমপ্যাক্ট প্রকল্পের আওতায় ১৫ মার্চ থেকে ১৭ মার্চ পর্যন্ত ৩দিন ব্যাপী ধামইরহাট মহিলা ডিগ্রি কলেজ মিলনায়তনে পৌরসভার ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা নিয়ে এই কর্মশালার অনুষ্ঠিত হয়।
কর্মশালায় ওয়ার্ড পর্যায়ের জনগণের মাধ্যমে স্থানীয়/তৃণম‚ল জনগণের প্রয়োজনীয়তা, স্বার্থরক্ষা, সমস্যা সমাধান ও উন্নয়নম‚লক কার্যক্রম সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পৌরসভার সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন কর্মকাÐে জনগণের প্রত্যক্ষ যোগাযোগ ও অংশগ্রহণ প্রয়োজন উল্লেখ করে আলোচনা এবং কর্মপরিকল্পনা প্রণয়ন কাজে অংশ নেন ধামইরহাট মহিলা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. হানিফুল ইসলাম, সিনিয়র অ্যাডভোকেট মোসা: আক্তার বানু, প্রধান শিক্ষক আব্দুর বারী পলাশ, ইএসডিও পৌরসভা সমন্বয়ক মো. দুলাল হোসেন, ওয়ার্ড আউটরিচ এন্ড মবিলাইজেশন অফিসার শাপলা বানুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, ইমাম সাংবাদিক ও ব্যবসায়ী সহ বিভিন্ন শ্রেণীর প্রেসার সাধারণ জনগণ এবং ইএসডিও প্রতিনিধিবৃন্দ। পর্যায়ক্রমে পৌরসভার সকল ওয়ার্ডে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।