14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ পালন উপলক্ষে ফরিদপুরের সালথা সেজেছে নতুন সাজে

Ovi Pandey
March 16, 2020 6:10 pm
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবর্ষ পালন উপলক্ষে ফরিদপুরের সালথায় সেজেছে নতুন সাজে। উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন, বিশ্বরোড, শিক্ষা প্রতিষ্ঠানসহ সব জায়গায় প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

জানা যায়, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরীর পক্ষে বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে শ্রদ্ধাঞ্জলী জানিয়ে উপজেলার বল্লভদি ইউনিয়নের চন্ডিবর্দী বিশ^রোডে প্রায় দুই কিলোমিটার জুড়ে তোরণ (গেইট) নির্মাণ, ফেষ্টুন-ব্যানার টাঙ্গানো সহ আলোকসজ্জার আয়োজন করেছেন উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ইউনিয়ন পরিষদ, উপজেলা যুবলীগ, শ্রমিকলীগ, সেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মী বৃন্দ। এদিকে উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনে আলোক সজ্জার ব্যবস্থা করেছেন উপজেলা পরিষদ ও প্রশাসন।

এছাড়াও বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠান সমূহ মুজিব শতবর্ষ পালন করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন। ১৯২০ সালের ১৭ই মার্চ এই বাংলার মাটিতে জন্মগ্রহন করেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই মহাপুরুষ ঘুমিয়ে আছেন গোপালগঞ্জের টুঙ্গীপাড়ার সবুজ ছায়াঘেরা মাটিতে।

http://www.anandalokfoundation.com/