14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদা দাবী ১০ লাখ, আড়াই লাখ দিয়েও রক্ষা পেলনা ইউপি সদস্য

Link Copied!

গত কয়েক মাস ধরে ইউপি সদস্য আতাহার মাতুব্বরের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো স্থানীয় বখাটেরা। চাঁদা না দিলে মারধরের হুমকি দিয়েছিলো।

হামলা থেকে রক্ষা পেতে চাঁদাবাজদের আড়াই লাখ টাকা দিয়েছিলেন ইউপি সদস্য। এরপরও হামলা থেকে রক্ষা পায়নি ওই ইউপি সদস্য।

শনিবার সকালে তাকে দোকানের মধ্যে আটকে শারিরিক নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ ওই ইউপি সদস্যের।

ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের সাহেবের চর বাজারের। ভুক্তভোগি ইউপি সদস্য সরিকল ইউনিয়ন পরিষদের সদস্য ও সাহেবের চর গ্রামের বাসিন্দা।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আটটার দিকে স্থানীয় যুবদল কর্মী ওসমান হাওলাদার ইউপি সদস্য আতাহারকে ডেকে নিয়ে যায়।

পরবর্তীতে তাকে মারধর করে রক্তাক্ত জখম করে।

ভুক্তভোগী ইউপি সদস্য আতাহার মাতুব্বর অভিযোগ করে বলেন, গত কয়েক মাস যাবত আমার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো স্থানীয় বখাটে ওসমান হাওলাদার ও তার সহযোগীরা। চাঁদা না দিলে মেরে ফেলার হুমকি দেয়।

পরবর্তীতে নিরুপায় হয়ে গত এপ্রিল মাসে আড়াই লাখ টাকা চাঁদা দিতে হয় তাকে।এরপরও চাঁদার বাকি টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিলো ওসমান ও তার সহযোগীরা।

অভিযোগ করে তিনি আরও বলেন, শনিবার সকালে সাহেবের চর বাজারে নিজের দোকানে বসা ছিলাম। এরইমধ্যে আমাকে দোকান থেকে আবু বকরের ভাতের হোটেলে ডেকে নিয়ে যায় ওসমান হাওলাদার। সেখানে চাঁদার দাবীতে ওসমান এবং তার সহযোগী রাকিব রাঢ়ী, রাসেল রাঢ়ী, টিপু রাঢ়ী, আবু বকর ও সাগর আমাকে শারিরিক ভাবে নির্যাতন করে।

পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। এঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তবে ইউপি সদস্যের অভিযোগ সম্পুর্ন মিথ্যে ও ভিত্তিহীন বলে জানিয়েছেন অভিযুক্ত ওসমান।

গৌরনদী মডেল থানার ওসি তরিকুল ইসলাম জানিয়েছেন, অভিযোগের তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

http://www.anandalokfoundation.com/