খুলনা প্রতিনিধি: কেন্দ্রীয় বিএনপির সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এবং খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ তৈয়েবুর রহমান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)।
নগরীর নার্গিস মেমোরিয়াল হাসপাতালে শুক্রবার রাত ১১টায় চিকিৎধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনি এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এদিকে তৈয়েবুর রহমানের মৃত্যুর খবর পেয়ে রাতেই হাসপাতাল ও নগরীর কয়লাঘাট রোডের বাসভবনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা ভিড় করেন।
তৈয়েবুর রহমান টানা তিনবার খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) নির্বাচিত মেয়র হিসেবে ১৭ বছর ১০ মাস দায়িত্ব পালন করেন।