মাদারীপুরের কালকিনিতে ভিক্ষুক পুর্নবাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচির আওতায় ভিক্ষুক পুর্নবাসনের লক্ষ্যে পৌরসভাসহ উপজেলার ১১জন ভিক্ষুকদের মাঝে ১১টি উন্নত জাতের গাভী বিতরণ করা হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে কালকিনি উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠির মাঝে এ গাভী বিতরণ করা হয়। পর্যায়ক্রমে উপজেলার ২২৯ জনের মাঝে গাভী বিতরণ করা হবে।
উপজেলা পরিষদ চত্ত্বরে বিতরণী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর গোলাম ফারুক। কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা পিংকি সাহার সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান, সহকারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান প্রমুখ।