14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজ রবিবার দিনের শুরুতেই জেনে নিন রাশিফল ও আপনার ভাগ্য বদলে পরামর্শ

ডেস্ক
July 16, 2023 7:13 am
Link Copied!

আজ রবিবার দিনের শুরুতেই জেনে নিন রাশিফল ও আপনার ভাগ্য বদলে পরামর্শ। চন্দ্র আজ সারাদিন মিথুন রাশিতে সঞ্চার করবে। এর পাশাপাশি আজ আর্দ্রা নক্ষত্রের প্রভাব থাকবে। এর ফলে কিছু রাশির ভাগ্যোন্নতি হবে, আবার কোনও কোনও রাশি সমস্যায় জড়াবে।

মেষ রাশিফল (Aries Horoscope)​​মেষ রাশির জাতকদের স্বপ্নপূরণ হবে আজ। চাকরিতে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে, তা না-হলে কাজ ভেস্তে যেতে পারে। এর ফলে আপনার পদোন্নতিও আটকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। খাওয়া-দাওয়ার যত্ন নিন। তা না-হলে পেটের সমস্যা দেখা দিতে পারে। প্রেম জীবনের জন্য আজকের দিনটি খুব ভালো। পারিবারিক বিবাদের সমাধান হবে।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:  আজ ৯০ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। গোরুকে প্রথম রুটি খাওয়ান।

বৃষ রাশিফল (Taurus Horoscope)​:  বৃষ রাশির জাতকরা অংশীদারীত্বে কোনও ব্যবসা করে থাকলে তাতে লোকসান হবে। বহু প্রতিক্ষীত সম্পত্তি ক্রয় করতে পারেন। ব্যবসায় উন্নতির জন্য কারও পরামর্শ নিতে পারেন। আর্থিক কারণে বা বাড়িতে কোনও লোকসানের কারণে পরিবারের কোনও সদস্যের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। পরিশ্রমের পর আটকে থাকা টাকা পেতে পারেন। আদ সন্ধ্যাবেলা মা-বাবার সেবা করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:  ভাগ্য ৬৯ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। বিষ্ণুর আরাধনা করুন।

মিথুন রাশিফল (Gemini Horoscope)​​:  মিথুন রাশির জাতকদের মনে নতুন প্রাণশক্তি সঞ্চারিত হবে। এর ফলে দীর্ঘদিন ধরে পড়ে থাকা কাজ পুরো করতে তৎপর হবেন। সামাজিক কাজের জন্য সময় বের করতে হতে পারে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে, তা আজ ফিরে পেতে পারেন। দৈনন্দিন প্রয়োজনীয়তা পূরণের জন্য অর্থ ব্যয় করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:   ভাগ্য ৮৮ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। অসহায়দের সাহায্য করবেন। করুন।

কর্কট রাশিফল (Cancer ​Horoscope)​​:  কর্কট রাশির জাতকরা ভাইদের সহযোগিতায় লাভ অর্জন করতে পারেন। সন্তানের শিক্ষায় আগত বাধা দূর হবে। যাত্রা করতে পারেন এই রাশির জাতকরা। চাকরিজীবীরা আজ কিছু ভালো সুযোগ পাবেন। আজ ভালো ভাবে চিন্তাভাবনা করে যে কোনও সিদ্ধান্ত নিন। পরিবারে কোনও শুভ অনুষ্ঠানের বিষয়ে আলোচনা করতে পারেন। সন্ধ্যাবেলা জীবনসঙ্গীর সঙ্গে ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:  আজ ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। কৃষ্ণের পুজো করুন।

সিংহ রাশিফল (Leo Horoscope)​​:  সিংহ রাশির জাতকরা আজ নিজের মনের কথা কাউকে জানালে, তাঁরা আপনার কাজ ভেস্তে দেওয়ার চেষ্টা করেবন। চাকরিজীবীদের পদোন্নতি সম্ভব। এর ফলে আপনার শত্রুরা রুষ্ট হবে এবং আপনার লোকসানের চেষ্টা করবে। ছোট বাচ্চাদের কেরিয়ার সম্পর্কে চিন্তিত থাকবেন এই রাশির জাতক। নিজের জন্য সময় বের করে শপিং করতে যেতে পারেন। বিবাদ এড়িয়ে যান।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:  ভাগ্য ৬৮ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। ১০৮ মালা বিষ্ণু নাম জপ করুন।

কন্যা রাশিফল (Virgo Horoscope)​​:  কন্যা রাশির জাতকরা কর্মক্ষেত্রে আর্থিক লাভের জন্য কোনও কাজ করবেন না। সংযমী হন। দাম্পত্য জীবনে অবসাদ সম্ভব। যার ফলে মাথা ব্যথা হতে পারে। সম্পত্তি ক্রয়-বিক্রয়ের পরিকল্পনা পরিকল্পনা করে থাকলে সময় ভালো নয়। সন্তানের বিবাহে আগত বাধা কোনও বরিষ্ঠ সদস্যের সাহায্যে দূর হবে। ভাই-বোনের সঙ্গে মতভেদ চলতে থাকলে আপনার সম্পর্ত উন্নত হবে। ব্যবসার কারণে স্বল্প দূরত্বের যাত্রা করতে পারেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:  ভাগ্য ৯০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। চন্দনের তিলক লাগান।

তুলা রাশিফল (Libra Horoscope)​:  তুলা রাশির জাতকরা আর্থিক সমস্যার সমাধানে সফল হবেন। আর্থিক পরিস্থিতি মজবুত হবে। কাউকে টাকা ধার দিয়ে থাকলে তা ফিরে পাবেন। প্রেম জীবনে কোনও কারণে আপোস করতে হতে পারে। তবে লাভের চেয়ে বেশি ক্ষতি হবে এর ফলে। জীবনসঙ্গীর সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:  ভাগ্য ৯৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। সংকটনাশন গণেশ স্তোত্র পাঠ করুন।

বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope)​​:  বৃশ্চিক রাশির জাতকদের স্বাস্থ্য দুর্বল থাকবে। শারীরিক ক্ষমতা কমবে। কর্মক্ষেত্রে পরিশ্রমের দ্বারা লাভান্বিত হবেন। তবে স্বাস্থ্যের জন্য দিন বিশেষ নয়। সন্তান বা পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্কযুক্ত কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন। এ ক্ষেত্রে ভালোভাবে চিন্তাভাবনা করে কাজ করবেন। বিদেশি আত্মীয়দের কাছ থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। সামাজিক জীবনে পদ-প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন সুখে কাটবে।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:  আজ ৯৬ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। গণপতিকে দূর্বা নিবেদন করুন।

ধনু রাশিফল (Sagittarius Horoscope)​​:  ধনু রাশির জাতকরা যে কোনও পরিস্থিতিতে সহজে জয় লাভ করতে পারবেন। পরিজনদের মন জয় করতে পারবেন। ব্যবসায়িক কারণে যাত্রা করতে হবে। সরকারি কাজ আটকে থাকলে তা পূরণ করার চেষ্টা করবেন, তা না-হলে দেরি হতে পারে। মন খুলে নিজের চিন্তাভাবনা প্রকাশ করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:  ৬৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার পক্ষে। গোরুকে গুড় খাওয়ান।

মকর রাশিফল (Capricorn Horoscope)​​:  মকর রাশির জাতকদের অফিসে তাঁদের ইচ্ছামতো পরিবেশ থাকবে। এর দ্বারা লাভান্বিত হবেন। নতুন কাজ করবেন না। আবার কোথাও লগ্নি করা থেকে বিরত থাকুন। তা না-হলে বড়সড় লোকসান হতে পারে। জীবনসঙ্গীর সহযোগিতা লাভ করবেন। কাউকে ভুলেও টাকা ধার দেবেন না, কারণ সেই টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা কম। সন্ধ্যাবেলা কোনও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:  ভাগ্য আজ ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণুকে বেসনের লাড্ডু নিবেদন করুন।

কুম্ভ রাশিফল (Aquarius Horoscope)​​:  কুম্ভ রাশির জাতকদের জন্য দিন অনুকূল। লাভের সম্ভাবনা বেশি। লগ্নির পরিকল্পনা করে থাকলে, তার জন্য দিন ভালো। সাংসারিক সুখ বৃদ্ধি হবে। এর দ্বারা লাভান্বিত হবেন। সাংসারিক সুখ বৃদ্ধি হবে। এর লাভ তুলতে পারবেন। সামাজিক মেলামেশা বাড়বে। মান-সম্মান বৃদ্ধি পাবে। সামাজিক ও ধর্মীয় আয়োজনে সক্রিয় ভূমিকা পালন করবেন। দুপুরের পর বিরোধীদের থেকে সতর্ক থাকুন। কারণ তাঁরা আপনার ক্ষতি করার চেষ্টা করবে।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:  ৮১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। সূর্যকে জলের অর্ঘ্য দিন।

মীন রাশিফল (Pisces Horoscope)​:  মীন রাশির জাতকরা আজ যা পরিশ্রম করবেন, তার ফল পাওয়ার জন্য ব্যাকুল ভাবে অপেক্ষা করবেন। প্রয়োজনীয়তা পূরণ না-হওয়ায় আত্মীয়রা আপনার ওপর রেগে যেতে পারেন। বন্ধুদের সাহায্যে বড়সড় চুক্তি চূড়ান্ত করতে পারেন। ব্যবসায় নতুন গতি পাবেন। পারিবারিক ব্যবসায় সতর্ক থাকতে হবে। সন্ধ্যাবেলা পরিবারের সদস্যদের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করবেন।

আপনার ভাগ্য বদলে পরামর্শ:  আজ ৯৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। দরিদ্রদের বস্ত্র ও ভোজন দান করুন।

http://www.anandalokfoundation.com/