আজ বৃহস্পতিবারের রাশিফল ও ভাগ্য সাথে রাখার টিপস : চন্দ্র ও সূর্যের রাশি পরিবর্তন হবে। মিথুন সংক্রান্তির দিনে সিংহ রাশির জাতকরা কর্মক্ষেত্রে আকস্মিক ধন লাভ করতে পারবেন। মিথুন রাশির জাতকদের ঋণ গ্রহণ এড়িয়ে যেতে হবে। তা না-হলে ভবিষ্যতে এ কারণে সমস্যায় পড়তে পারেন।
মেষ রাশিফল (Aries Horoscope): মেষ রাশির জাতকরা আজ ভাইদের স্নেহ ও সহযোগিতা লাভ করবেন। ব্যবসায় লাভের সম্ভাবনা রয়েছে। সন্ধ্যাবেলা কোনও পরিচিত ব্যক্তির সঙ্গে শুভ অনুষ্ঠান ও উৎসবে অংশগ্রহণ করবেন। জীবনের বিভিন্ন ক্ষেত্রে অনুকূল লাভ অর্জন করতে পারবেন। শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক মজবুত হবে। আদর-যত্ন পাবেন এই রাশির জাতকরা। জীবনসঙ্গীর পূর্ণ সহযোগিতা লাভ করতে পারবেন। রাজনীতির সঙ্গে জড়িত জাতকরা বড়সড় সাফল্য পেতে পারেন।
ভাগ্য সাথে রাখার টিপস : আজ ৮২ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সঙ্গে থাকবে। শিবলিঙ্গে দুধ ও গঙ্গাজল নিবেদন করুন।
বৃষ রাশিফল (Taurus Horoscope): বৃষ রাশির জাতকরা গম্ভীর ও সংবেদনশীল থাকবেন। আজ আপনারা নিজের অসম্পূর্ণ কাজ পুরো করার চেষ্টা করবেন। কর্মক্ষেত্রে নতুন পরিবর্তন বা পরিকল্পনা করতে পারেন। এর ফলে ভবিষ্যতে লাভান্বিত হবেন এই রাশির জাতক। অফিসে সকলের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন। সহকর্মীদের সহযোগিতা লাভ করবেন এই রাশির জাতক। সন্ধ্যাবেলা পরিবারে উৎসব বা শুভ অনুষ্ঠান হতে পারে। এক্ষেত্রে পরিবারের সকল সদস্যের মধ্যে উৎসাহ থাকবে।
ভাগ্য সাথে রাখার টিপস : ভাগ্য ৭৯ শতাংশ ক্ষেত্রে আপনার পক্ষে থাকবে। রামরক্ষা স্তোত্র পাঠ করুন।
মিথুন রাশিফল (Gemini Horoscope): মিথুন রাশির জাতকদের বাড়ির পরিবেশ আনন্দময় থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সামঞ্জস্য বজায় রাখবেন। প্রেমিক-প্রেমিকারা আজ সংযমিত থাকুন। পরিবারে প্রেম ও প্রেম বিবাহের প্রসঙ্গ তুললে প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। ঋণ নেওয়ার পরিকল্পনা ত্যাগ করুন। কারণ এই ঋণ শোধ করা আপনার জন্য অত্যন্ত কঠিন হবে। নিজের ও পরিবারের সদস্যদের স্বাস্থ্যের যত্ন নিতে হবে। প্রযুক্তিগত ক্ষেত্রের সঙ্গে জড়িত ছাত্রদের জন্য আজকের দিনটি খুব ভালো।
ভাগ্য সাথে রাখার টিপস : ভাগ্য ৭০ শতাংশ ক্ষেত্রে আপনার সাহায্য করবে। গণেশ চালিসা পাঠ করুন।
কর্কট রাশিফল (Cancer Horoscope): কর্কট রাশির জাতকদের জন্য দিন শুভ। যে কাজে মনোনিবেশ করবেন, তাতেই পূর্ণ ফলাফল লাভ করবেন এই রাশির জাতক। কর্মক্ষেত্রে কূটনৈতিক পদ্ধতিতে কাজ করতে হবে, সহকর্মী ও সঙ্গীদের সঙ্গে মনোমালিন্য হতে পাপে। এমন কোনও ভুল করবেন না, যার ফলে আধিকারিকরা আপনার ওপর রেগে যান। কারণ এটি আপনার কেরিয়ারকে প্রভাবিত করবে। বাড়ির প্রয়োজনীয় কাজ পুরো করার জন্য পরিবারের সদস্যদের সঙ্গে মিলেমিশে কাজ করবেন।
ভাগ্য সাথে রাখার টিপস : আজ ৭১ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। দুর্গার পুজো ও দুর্গা চালিসা পাঠ করুন।
সিংহ রাশিফল (Leo Horoscope): সিংহ রাশির অধিপতি আজ মিথুন রাশিতে জাতকরা আজ গ্রহের সঙ্গ পাবেন। পারিবারিক বিবাদের সমাধান হবে। কর্মক্ষেত্র বিস্তার লাভ করবে। নিজের পরিশ্রমের জোরে সাফল্য লাভ করতে পারবেন সিংহ রাশির জাতকরা। সমাজে মান-সম্মান পাবেন। ভাইদের সহযোগিতায় পারিবারিক বিষয়ের সমাধান করতে পারবেন। মা-বাবার কাছ থেকে সহযোগিতা ও আশীর্বাদ লাভ করবেন। অফিসে আধিকারিকদের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে উঠবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সঙ্গে কোথাও ঘুরতে যেতে পারেন।
ভাগ্য সাথে রাখার টিপস : ভাগ্য ৮২ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। বাবার আশীর্বাদ নিন, বিষ্ণুকে ঘি মেশানো তিল নিবেদন করুন।
কন্যা রাশিফল (Virgo Horoscope): কন্যা জাতকরা নিজের বাণী মধুর করুন, তা না-হলে যে কোনও কাজ সফল হতে হতে ভেস্তে যাবে। অতীতের ভুলের পরিণাম ভোগ করতে হবে। ব্যবসায় অধিক পরিশ্রম করবেন এই রাশির জাতক। তবে প্রত্যাশিত ফলাফল না-পাওয়ায় মানসিক দিক দিয়ে বিধ্বস্ত হবেন। ব্যয় অধিক হওয়ার ফলে অর্থাভাব দেখা দিতে পারে। তবে দুপুরের পর পরিস্থিতি পরিবর্তন হবে। সন্তানের বিয়ে ও কেরিয়ার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন।
ভাগ্য সাথে রাখার টিপস : ভাগ্য ৭৬ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। মাছকে আটার গুলি খাওয়ান।
তুলা রাশিফল (Libra Horoscope): তুলা রাশির জাতকদের আজকের দিনটি সুখপূর্ণ ও অসাধারণ থাকবে। বাবার সাহায্যে পারিবারিক বিবাদ সমাপ্ত হবে। পরিবারে আনন্দের পরিবেশ থাকবে। সন্ধ্যাবেলা মা-বাবার সঙ্গে কোনও শান্তিপূর্ণ স্থানে বা কেনাকাটার জন্য যেতে পারেন। জমি-বাড়ি কেনার পরিকল্পনা করলে, দিন ভালো। জমি-সম্পত্তি সংক্রান্ত আইনি মামলায় সমস্যার সম্মুখীন হতে পারেন। বন্ধু বা আত্মীয়দের সাহায্য করতে পারেন।
ভাগ্য সাথে রাখার টিপস : ভাগ্য ৮৭ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গ দেবে। গায়ত্রী চালিসা পাঠ করুন।
বৃশ্চিক রাশিফল (Scorpio Horoscope): বৃশ্চিক রাশির জাতকরা নিজের ব্যবহারে মাধুর্য আনবে। তখনই সাফল্য লাভ করতে পারবেন। এমন না-হলে পরিবারের সদস্যরা আপনার ওপর রেগে যেতে পারেন। বাবার পরামর্শে লাভান্বিত হবেন এই রাশির জাতক। ব্যবসায় বিভ্রান্তির কারণে সিদ্ধান্ত নিতে ভয় পাবেন। এর ফলে লাভের সুযোগ হাত থেকে বেরিয়ে যাবে। কারও সঙ্গে মনোমালিন্য হতে পারে এই রাশির জাতকদের। ভাষায় নিয়ন্ত্রণ রাখুন। সামাজিক ক্ষেত্রে সম্মান ও প্রতিষ্ঠা লাভ করবেন।
ভাগ্য সাথে রাখার টিপস : আজ ৭৮ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। বজরংবাণ পাঠ করুন।
ধনু রাশিফল (Sagittarius Horoscope): ধনু রাশির জাতকদের কেরিয়ার ও ব্যবসায় এগিয়ে এসে সিদ্ধান্ত নিতে হবে। দূরদর্শীতা ও কার্যকুশলতার ফলে আর্থিক পরিস্থিতি মজবুত হবে। পারিবারিক সম্পত্তি সংক্রান্ত আইনি মামলা চললে, দুপুরের মধ্যে সেখান থেকে কোনও ইতিবাচক সংবাদ পাবেন। চাকরিজীবীরা নতুন সুযোগের সন্ধানে থাকলে, তা লাভ করবেন। প্রতিবেশীদের সঙ্গে কথা কাটাকাটি হতে পারে। বিবাদ এড়িয়ে যান।
ভাগ্য সাথে রাখার টিপস : ভাগ্য আজ ৮৩ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণুর পুজো করুন।
মকর রাশিফল (Capricorn Horoscope): মকর রাশির জাতকরা ব্যবসায় সহকর্মী ও অংশীদারদের দ্বারা লাভান্বিত হবেন। দৈনিক কাজে একাধিক দায়িত্ব আসার ফলে ব্যস্ততা বাড়বে। তবে ভয় পাবেন না। ধৈর্য ধরে কাজ করুন। অবশ্যই সাফল্য লাভ করবেন। পরিবারের সিদ্ধান্ত আপনাকে সুখ-শান্তি প্রদান করবে। সন্তান সংক্রান্ত বড়সড় সিদ্ধান্ত নিতে পারেন। বাড়ির জরুরি কাজ পুরো করতে মনোনিবেশ করবেন। কাজ পূর্ণ হওয়ায় সন্তুষ্ট থাকবেন।
ভাগ্য সাথে রাখার টিপস : ভাগ্য আজ ৮১ শতাংশ ক্ষেত্রে আপনার সঙ্গে থাকবে। বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করুন।
কুম্ভ রাশিফল (Aquarius Horoscope): কুম্ভ রাশির জাতকদের মন বিচলিত হবে। সকাল থেকে মনের মধ্যে নেতিবাচক চিন্তাভাবনা কাজ করবে। চাকরিতে উচ্চাধিকারিকদের সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন। তা না-হলে ভবিষ্যতের লা থেকে বঞ্চিত হবেন। ধৈর্য ধরে ভেবেচিন্তে কাজ করুন, তা না-হলে লাভ থেকে বঞ্চিত থেকে যাবেন। তাড়াহুড়োয় কাজের ক্ষতি হবে। স্বাস্থ্যের যত্ন নিন। বাইরের খাওয়া-দাওয়া এড়িয়ে যান।
ভাগ্য সাথে রাখার টিপস : ৭০ শতাংশ ক্ষেত্রে ভাগ্যের সঙ্গ পাবেন। অশ্বত্থ গাছের তলায় প্রদীপ প্রজ্জ্বলিত করুন। শনি চালিসা পাঠ করুন।
মীন রাশিফল (Pisces Horoscope): মীন রাশির জাতকরা ধৈর্য ও মধুর ব্যবহারের মাধ্যমে পরিবারের সমস্যার সমাধান করতে পারেন। রোজগারের চেষ্টায় থাকলে অসাধারণ ফলাফল লাভ করতে পারেন। ব্যবহার ও কথার মাধ্যমে সহকর্মীদের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখতে পারবেন। ধর্মীয় কাজে মনোনিবেশ করবেন। দান-পুণ্য করতে পারেন। বিদেশি ব্যবসার সঙ্গে জড়িত জাতকরা লাভের সুযোগ পাবেন।
ভাগ্য সাথে রাখার টিপস : আজ ৮৫ শতাংশ ক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে। নারায়ণ কবচ পাঠ করুন।