× Banner

ধর্মকে অপব্যবহার করলে পরিণতি ভয়াবহ

admin
হালনাগাদ: শনিবার, ১৪ নভেম্বর, ২০১৫

স্টাফ রিপোর্টারঃ  যারা ধর্মকে পুঁজি করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের পরিণতি খুব ভয়াবহ হবে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।

শনিবার দুপুরে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর ভবনে বন্দর উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

তিনি বলেন, কোরআন শরিফে পরিষ্কার বলা আছে, যারা খুন করবে সমাজে বিশৃঙ্খলা করবে, তাদের কি ধরনের বিচার হবে। কাজেই যারা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবে, ধর্মকে অপব্যবহার করবে, ধর্মের নামে যারা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের পরিণত ভয়াবহ হবে। কোনভাবেই তাদের ছাড় দেয়া হবে না, যেভাবে যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে ঠিক তেমনি তাদেরও বিচার হবে।’


এ ক্যটাগরির আরো খবর..