× Banner
সর্বশেষ
দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা বলিউডের অন্যতম সুদর্শন অভিনেতা শশী কাপুর ও তার পরিবার এ বছর দুর্গা পূজা যেভাবে হচ্ছে

রুপাতলা বনজ সম্পদ উজার

admin
হালনাগাদ: বুধবার, ১১ নভেম্বর, ২০১৫

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার আড়পাড়া-ডুমাইন ইউনিয়নের এলাকাবাসীর যৌথ উদ্যেগে সরকারী রেজিষ্টার্ট পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি প্রতিষ্ঠিত। এই সমিতিতে দুই ইউনিয়নে প্রায় ৮০০ জন নারী পুরুষ সদস্য আছে। এই সকল সদস্যের কষ্টে অর্জিত অর্থ দিয়ে গাছপালা লাগানো হয়েছে।

সমিতির লাগানো প্রধান গাছগুলো হলো শিশু, মেহগনি, বাবলা, খেজুর গাছ, এছারা আরও বিভিন্ন প্রজাতির কাঠের গাছ লাগানো আছে। এ সমিতির সভাপতি মোঃ হান্নান মোল্যা, সাধারন সম্পাদক মোঃ সামছুল আলম মোল্যা (সোনা) , ক্যাশিয়ার মোঃ বাবুল খাঁন, সদস্য মোঃ দবির সরদার, মোঃ লাভলু মন্ডল, প্রমুখ।

এই সমিতির সদস্যদের ও সমিতির পাশে বসবাসকারীদের অভিযোগ বর্তমান এই সমিতির সভাপতি, সাধারন সম্পাদক এর নির্দেশে সদস্য দবির সরদার, এবং লাভলু মন্ডল শিশু,বাবলা, কড়াই গাছ কেটে উজার করে দিচ্ছে। গাছগুলো কেটে বিভিন্ন দামে বিক্রি করে টাকা পয়সা ব্যাংকে না রেখে নিজেরা হাতিয়ে নিচ্ছে। এ ব্যাপারে উপজেলা সমবায় সমিতির অফিসার আঃ রহমান এর নিকট বিষয়টি জানালে গত ০৯-১১-২০১৫ ইং তারিখে রুপাতলা পানি ব্যবস্থাপনা সমবায় সমিতিতে গিয়ে সত্যতা যাচাই করেন এবং তরতাজা কড়াই গাছ, শিশু, এবং বাবলা গাছ কাটার প্রমান পান। কাটা গাছগুলোর সন্ধান পেয়ে ১৭ টি লক জব্দ করে গড়িয়াদহ বিশ্বাস স-মিলে মালিকের জিম্মায় রেখে যান। এবং সমিতির উদ্দেশে তিনি বলেন সমিতির এই কমিটি একের পর এক গাছগুলো কেটে উজার করে দিচ্ছে এবং কেহ সমিতির প্রতি সু-দৃষ্টি দিচ্ছে না। তাই তিনি সমিতির জেলা সমবায় অফিসারের নিকট আবেদন করে বর্তমান কমিটির বিলুপ্তির সুপারিশ দাবি জানাবে।

এলাকাবাসী সদস্যদের দাবি প্রতি বছর এই সমিতির খেজুর গাছ ৩০ থেকে ৪০ হাজার টাকা ইজারা দেন। আমরা সমিতির কোন টাকা পয়সার হিসাব জানতে পারি না। এ ব্যাপারে সাধারন সম্পাদক সমবায় সমিতির অফিসারের নিকট ব্যাংকের হিসাব দিতে গরিমসি করছে তাই সদস্যদের দাবি সমিতির সুষ্ঠ তদন্তে গাছ নিধন বন্ধ করে সমিতির উন্নয়ন স্বার্থে বেকার সমস্যা সামাধানের জন্য সমবায় অফিসারের নিকট অনুরোধ করেন।


এ ক্যটাগরির আরো খবর..