13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

আজকেই অভিযান চালাব: প্রধানমন্ত্রী

admin
February 1, 2018 12:25 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে বিরোধী দলের সদস্যের অভিযোগের পরিপ্রেক্ষিতে মাদকের বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে অভিযান চালানোর কথা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার জাতীয় সংসদে বিরোধী দলের সদস্য কাজী ফিরোজ রশীদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী বলেন, ‘আজকেই অভিযান চালাব।’

পয়েন্ট অব অর্ডারে কোনো সদস্যের বক্তব্যের পর সরকারপ্রধানের পক্ষ থেকে এমন তাৎক্ষণিক সিদ্ধান্ত দেওয়ার ঘটনা বিরল।

বুধবার সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে জাতীয় পার্টির জ্যেষ্ঠ সাংসদ কাজী ফিরোজ রশীদ বলেন, ছোট ছোট শিশু রাস্তায় মাদক নেয়। গুলশান, বনানী, বারিধারার মতো অভিজাত এলাকায় লাইসেন্সবিহীন নাইটক্লাবে রাতে পার্টি হয়। সেখানে অপ্রাপ্তবয়স্ক ছেলেমেয়েদের নেশাগ্রস্ত অবস্থায় দেখা যায়। তিনি প্রশ্ন রাখেন, সমাজ এভাবে ধ্বংস হয়ে যাবে?

এ সময় মাইক চালু না করে সংসদ নেতা শেখ হাসিনা জানতে চান, রাজধানীর কোন কোন এলাকায় এসব কাজ হয়।

পরে ফিরোজ রশীদ বলেন, গোলাপ শাহ মাজার, হাইকোর্ট, কমলাপুর, নয়াপল্টন, গুলিস্তান পার্কে গেলে এই মুহূর্তে অন্তত ৫০০ পাওয়া যাবে।

এরপর প্রধানমন্ত্রী দাঁড়িয়ে বলেন, ‘মাননীয় সংসদ সদস্য যে কথা বললেন, আমি নোট নিচ্ছি। আজকেই অভিযান চালাব। কারণ আমরা চাই না এ ঘটনা ঘটুক।’

প্রধানমন্ত্রী মাদকের বিরুদ্ধে সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় বিশেষ নজর দেওয়া এবং অভিভাবকদের সঙ্গে যোগাযোগ রাখার নির্দেশনা দেন।

রাজধানীর অভিজাত এলাকার বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘তবে গুলশান…ওই সব এলাকায় সেই হাইফাই সোসাইটির লোকেরা কী করে, সেখানে কতটুকু আর কী করা যেতে পারে। গুলশানবাসী যদি এ বিষয়টি দেখে, তাহলে ভালো হয়। তবুও আমরা চেষ্টা করব।’(পূর্বপশ্চিম)

বিএনপির দাবি কোনোভাবেই মানার নয়: হাসিনা

নির্বাচনকালীন ‘সহায়ক’ সরকারের যে দাবি বিএনপি জানিয়ে আসছে, তা আবারও প্রত্যাখ্যান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বুধবার সংসদে বলেছেন, “তারা (বিএনপি) অসাংবিধানিকভাবে সহায়ক সরকারের দাবি করে আসছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

“আমাদের সরকার গণতন্ত্রকে সবসময় সমুন্নত রাখবে। সেজন্য সংবিধান পরিপন্থি কোনো সরকার ব্যবস্থা আমরা গ্রহণ করব না।”

আওয়ামী লীগ সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিলুপ্ত করার পর নির্বাচনকালীন নির্দলীয় সরকার পদ্ধতি পুনর্বহালের দাবিতে আন্দোলনে নামে বিএনপি।

দাবি না মানায় দশম সংসদ নির্বাচন বর্জন করে বিএনপি। একাদশ সংসদ নির্বাচন ঘনিয়ে আসার পর নির্বাচনকালীন ‘সহায়ক’ সরকারের দাবি তুলেছে তারা, তবে এর রূপরেখা এখনও তারা দেয়নি।

এর মধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১২ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণে নির্বাচনের সময় গতবারের মতো ছোট সরকার গঠনের ইঙ্গিত দিলে তা নিয়ে আলোচনার প্রস্তাব দেয় বিএনপি।

বিএনপির সঙ্গে আলোচনার প্রস্তাব নাকচ করে আসা শেষ হাসিনা বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে সহায়ক সরকারের প্রস্তাবও নাকচ করেন।

তিনি বলেন, “আমি জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নির্বাচনকালীন সরকারের কথা বলেছিলাম।

“তার মানে, সংবিধানের ১২৬ অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশন তার দায়িত্ব পালন করবে, সরকারের পরিসর ছোট করা হবে। সরকার নির্বাচনকালীন সময়ে শুধু রুটিন কার্যক্রম পরিচালনা করবে, কোনো নীতিগত সিদ্ধান্ত নেবে না।”

বিএনপির প্রতিষ্ঠার প্রসঙ্গ টেনে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বলেন, “বিএনপি জন্ম নিয়েছে মার্শাল ল জারি করে সংবিধান লঙ্ঘন করার মাধ্যমে অবৈধ পথে, তাই অবৈধ দাবি করাটা তাদের অভ্যাস।”

জিয়াউর রহমানের ‘হ্যাঁ-না’ ভোটের কথা উল্লেখ করে তিনি বলেন, “ভোটারবিহীন গণভোট করেছিল বিএনপি। সামরিক বাহিনীকে কাজে লাগিয়ে কোনো নিয়মনীতি অনুসরণ না করে তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি জনাব আবু সাদাত মোহাম্মদ সায়েমকে সরিয়ে জিয়াউর রহমান নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে।”

জিয়ার ওই ক্ষমতাগ্রহণ আদালত পরে অবৈধ ঘোষণা করে।

তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বিতর্কিত করার জন্য বিএনপিকেই দায়ী করেন আওয়ামী লীগ সভানেত্রী।

“২০০৬ সালে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের স্পষ্ট রূপরেখা থাকা সত্ত্বেও তাদের পছন্দসই ব্যক্তিকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করার চেষ্টা করে নির্বাচনের নামে প্রহসন করার উদ্দেশ্য থাকায় দেশে জরুরি অবস্থা ঘোষণা করা হয়।

“এসব ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় যে, বিএনপি কোনোদিনই গণতান্ত্রিক ধারাবাহিকতার পক্ষে ছিল না।”

http://www.anandalokfoundation.com/