13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীর সঙ্গে উইদোদোর দ্বিপক্ষীয় বৈঠক, পাঁচ চুক্তি সই

admin
January 28, 2018 1:23 pm
Link Copied!

বিশেষ প্রতিবেদক :    প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো’র একান্ত বৈঠকের পর দ্বিপক্ষীয় বৈঠক হয়।

রোববার সকাল সাড়ে ১০টার পর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে দ্বিপক্ষীয় এ বৈঠক শুরু হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের চামেলি হলে এ বৈঠকে বসেন তারা।

এদিন দুই নেতার উপস্থিতিতে ইন্দোনেশিয়া থেকে ‘লিকুইড ন্যাচারাল গ্যাস’ (এলএনজি) আমদানিসহ ৫টি সমঝোতা চুক্তি সই হয়।

এর আগে ১০টার কিছু আগে প্রধানমন্ত্রী ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে একান্ত বৈঠক করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠক হয়।

এর আগে তিনি  সকাল সাড়ে ৮টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে ১০৭১ সালে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানান। পরে তিনি ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতিযাদুঘর পরিদর্শন করেন এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দুইদিনের রাষ্ট্রীয় সফরে শনিবার ঢাকায় এসে পৌঁছান জোকো। রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ তাকে বিমানবন্দরে স্বাগত জানান।

দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে তিনি এ সফরে আসেন। সফরকালে তিনি আজ রোববার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন। এ ছাড়া আরও কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন প্রেসিডেন্ট জোকো উইদোদো ।

http://www.anandalokfoundation.com/