× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

নানার ধর্ষণে প্রতিবন্ধী নাতনী গর্ভবতী

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০১৫

মানিকগঞ্জ প্রতিনিধিঃ নানা প্রতিবন্ধি নাতনীকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে ধর্ষণ করে চার মাসের অন্তঃসত্ত্বা করলেন। মানিকগঞ্জ জেলার সদর উপজেলার বেতুলিয়া গ্রামে চুন্নু মুন্সীর (৬০) ধর্ষণের শিকার হয়ে তারই এক প্রতিবন্ধী নাতনি (১৮) চার মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।

এ ঘটনায় মেয়ের বাবার দায়ের করা মামলায় সোমবার রাতে নানা চুন্নু মুন্সীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি ওই গ্রামের ওয়াজউদ্দিনের ছেলে এবং ছয় সন্তানের জনক। আর ওই মেয়েটি একই উপজেলার বরাই ভিকরা গ্রামের রিকশা চালকের মেয়ে।

মেয়েটির বাবা জানান, প্রায় আট বছর আগে দাম্পত্য কলহে তার স্ত্রী ছেলেকে রেখে বুদ্ধি প্রতিবন্ধী ছোট মেয়েকে নিয়ে বাবার বাড়ি চলে যান। সেখানে থাকা অবস্থায় ২ এপ্রিল চুন্নু মুন্সী তার নাতনিকে ধর্ষণ করে। এরপর থেকে বিভিন্নভাবে প্রলুব্ধ করে নাতনির সঙ্গে শারীরিক মেলামেশা করে আসছিলেন তিনি।

লজ্জায় দীর্ঘ দিন গোপন রাখলেও অন্তঃসত্ত্বা হওয়ার লক্ষণ দেখে বিষয়টি কয়েকদিন আগে বাবা ও ভাইকে জানায় মেয়েটি। পরে তার স্বাস্থ্য পরীক্ষা করে প্রায় চার মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হন তারা।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান জানান, মেয়েটির বাবা মামলা করায় সোমবার রাত আটটার দিকে চুন্নুকে গ্রেপ্তার করেছে পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..