13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

বেনাপোল বন্দর দিয়ে প্রবেশ করল ভারত থেকে ছাপানো প্রাথমিক বিদ্যালয়ের ২০ লাখ বই

admin
December 10, 2016 8:09 pm
Link Copied!

বেনাপোল প্রতিনিধি
আগামি বছরের শুরুতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জানুয়ারী মাসে শিক্ষার্থীদেও মাঝে বই বিতারনের জন্য সরকারের ভারত থেকে ছাপিয়ে আনা ২০ লাখ ১৩ হাজার ৬শত প্রাথমিক পাঠ্যবই বেনাপোল বন্দওে প্রবেশ করেছে।
বেনাপোল স্থল বন্দও থেকে মঙ্গলবার বিকালে এ পাঠ্যবই খালাস করতে দেখা গেছে।

বন্দর থেকে বই ছাড় করানোর জন্য সরবরাহকারী (ট্রান্সপোটিং) হিসেবে কাজ করছেন বেনাপোলের ট্রাক ট্রান্সপোর্ট মালিক সমিতির সাধারণ সম্পাদক আজিম উদ্দিন গাজী। তিনি বলেন, বিকেলে ১১টি ট্রাক বইয়ের প্রথম চালান বেনাপোল বন্দর থেকে ছাড়িয়ে দেশের বেশ কয়েকটি উপজেলায় পাঠানো হয়েছে। আগামী ১৫ থেকে ২০ ডিসেম্বরের মধ্যে সব বই ভারত থেকে চলে আসবে।

বেনাপোল বন্দরের উপপরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, এক কোটি ৫২ লাখ ২৭ হাজার ৩৩৭ কপি  বইয়ের মধ্যে এ পর্যান্ত দুটি চালানে মাত্র ২০ লাখ ১৩ হাজার ৬শত কপি বই বেনাপোল বন্দরে এসেছে।

 

http://www.anandalokfoundation.com/