আন্তর্জাতিক ডেস্কঃ বিশ্বে বর্তমানে অপুষ্টিজনিত মৃত্যুর চেয়ে শারীরিক স্থূলতার কারণেই বেশি মানুষ মারা যাচ্ছে। জাতিসংঘ গবেষক দলের আশঙ্কা, আগামী দশ বছরে বিশ্বের আরো একশ কোটি মানুষ স্থূলতায় আক্রান্ত হবে। তাই এই সমস্যার বিরুদ্ধে আটঘাট বেঁধে প্রচারনায় নামতে চলেছে জাতিসংঘ।
বিশ বছর আগে অপুষ্টিজনিত বিভিন্ন রোগেই বিশ্বের বেশিরভাগ মানুষ মারা যেত। কিন্তু গত দশ বছরে এই চিত্র নাটকীয়ভাবে বদলে গেছে। এখন অবসিটি বা স্থূলতার কারণেই বেশি মানুষ মারা যায়। প্রতিবছর স্থূলতার কারণে বিশ্বের প্রায় ৩০ লাখ মানুষ মৃত্যুবরণ করে থাকে। এই সংখ্যা বিশ্বে অপুষ্টিতে মৃত্যুর চেয়ে তিনগুণ বেশি। ২০১০ সালে অপুষ্টির কারণে মারা গিয়েছিল দশ লাখ মানুষ।
জাতিসংঘের গবেষক দলের আশঙ্কা, ২০২৫ সাল নাগাদ বিশ্বের আরো ১শ কোটির বেশি মানুষ স্থূলতায় আক্রান্ত হবে। আর এটি এখন কেবল ধনী দেশগুলোর সমস্যা নয়। অনেক উন্নয়নশীল দেশের লোকজনও বর্তমানে এ সমস্যায় ভুগছে। তবে খ্যাদ্যাভ্যাসে সামান্য রদবদলের মাধ্যমে এই গুরুতর সমস্যাটিকে সহজেই মোকাবেলা করা সম্ভব বলে মনে করছেন নেতৃস্থানীয় বিজ্ঞানীরা।