× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

চান্দিমালের দৃঢ়তায় শ্রীলঙ্কার প্রতিরোধ

admin
হালনাগাদ: শনিবার, ১৫ আগস্ট, ২০১৫

শ্রীলঙ্কার দীনেশ চান্দিমালের দুর্দান্ত শতকে ১৭৫ রানের লিড নেওয়া শ্রীলঙ্কার জয়ের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। প্রথম টেস্টের দ্বিতীয় দিন শেষেও সহজ জয়ের স্বপ্ন দেখছিল ভারত। তবে তৃতীয় দিন শেষে সমীকরণটা খুব বেশি সহজ নয় তাদের জন্য। গল আন্তর্জাতিক স্টেডিয়ামে ১৭৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে এক উইকেটে ২৩ রান নিয়ে দিন শেষ করেছে ভারত।

৯৫ রানে পাঁচ উইকেট হারিয়ে ইনিংস হারের শঙ্কায় পড়ে যাওয়া স্বাগতিকদের লড়াইয়ের পুঁজি এনে দেওয়ার কৃতিত্ব চান্দিমালের। ষষ্ঠ উইকেটে লাহিরু থিরিমান্নেকে (৪৪) নিয়ে ১২৫ ও সপ্তম উইকেটে জিহান মুবারকের (৪৯) সঙ্গে ৮২ রানের দুটো মূল্যবান জুটি গড়েছেন তিনি।

শেষ পর্যন্ত চান্দিমালকে আউটই করতে পারেননি ভারতীয় বোলাররা। ১৬৯ বলে খেলা তাঁর অপরাজিত ১৬২ রানের দুর্দান্ত ইনিংসটা সাজানো ১৯টি চার ও চারটি বিশাল ছক্কায়। এর মধ্যে একটি ছক্কা ছিল হরভজন সিংকে রিভার্স সুইপ করে, মিড উইকেটের ওপর দিয়ে।

দলকে বিপদমুক্ত করতে না পারলেও বিদায়ী সিরিজ খেলতে নামা কুমার সাঙ্গাকারার ব্যাট থেকে এসেছে লড়াকু ৪০ রান। গলে শেষবারের মতো আউট হয়ে ফেরার সময় দেশের অন্যতম সেরা ব্যাটসম্যানকে দাঁড়িয়ে সম্মান জানিয়েছে হাজার দেড়েক দর্শক।


এ ক্যটাগরির আরো খবর..