× Banner
সর্বশেষ
বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

মাদারীপুর অটো শ্রমিকদের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা

admin
হালনাগাদ: শুক্রবার, ১৪ আগস্ট, ২০১৫

মো. আমির সোহেল, মাদারীপুর থেকেঃ বাংলাদেশের বড় ধরনেন সড়ক দুর্রঘটনা এরাতে মহসড়কগুলোতে ব্যাটারি চালিত অটোরি´া চলা-চল বন্ধ করায়। ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ অটো শ্রমিক কল্যান সোসাইটি মাদারীপুর জেলার মস্তফাপুর শাখার উদ্যেগে বিশাল এক বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাদারীপুর মস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাহজাহান খান কলেজ মাঠ প্রাঙ্গনে অটো শ্রমিক কল্যাণ এর উদ্যেগে অটো শ্রমিকদের মাদারীপুর টু মস্তফাপুর আঞ্চলিক সড়ক ও ঢাকা-বরিশাল মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এবং কলেজ মাঠে আলোচনা সভা অনষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতি ও পরিচালনা করেন অটোশ্রমিক কল্যান কমিটির মস্তফাপুর শাখার সভাপতি মো. সজ্জাদ হোসেন রিপন খান। খেটে খাওয়া একাধিক অটো শ্রমিকরা তাদের বক্তব্যে বলেন আমার লক্ষ লক্ষ টাকা ধারকর্য করে ব্যাটারী চালিত অটো কিনে রাস্তায় নেমেছি হয়তো এটা না থাকলে আজ আমরা বেকার থাকতাম পরিবারের বোজা হয়ে। এখনতো সরকার দেশের মহাসড়কে অটো চলতে না দিয়ে আমাদের বেকার বানিয়ে দিয়েছে, যাইহোক আমরা সরকারের কথা শুনবো, আমাদের বিকল্প রাস্তা দেখিয়ে দেখ। আর আমাদের মাদারীপুর যে আঞ্চিলক সড়ক আছে  তাতে ও আমাদের অটো চালাতে দেয়না কিন্ত সরকার যে ২২টি মহাসড়কে আমাদের ব্যাটারী চালিত অটোরিক্সা চলাচল করতে যে নিশেধাক্কা দিয়েছে তার মধ্যে মাদারীপুর টু মস্তফাপুর আঞ্চলিক সড়ক নেই। যেই সড়কে দুরপাল্লা গাড়ি চলা চল না করে সেখানে আমাদের অটো চালাতে মাদারীপুর মালিক সমিতি কেন দেয়না, আমাদের রাস্তায় উঠতেই দেয় না। সরকার কি এটাই চায় আমরা গরিবরা না খেয়ে মরি আর যাতের টাকা আছে তাদের আরও টাকা উপার্জন করে বেশী বেশী গাড়ি-বাড়ী করুক।

উক্ত অনুষ্টানে বক্তব্য রাখেন প্রধান অতিথি মাদরীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, বিশেষ অতিথি মাদারীপুর জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাহাঙ্গির কবির, মাদারীপুর সদর উপজেলার আওয়ামীলীগের সভাপতি হাজী আব্দুর বর খান। মস্তফাপুর ইউনিয়নের চেয়ারম্যান কুদ্দুস মল্লিক, কেন্দুয়া ইউনিয়নের চেয়ারম্যান সাহ মো. রায়হান কবির, এবং বাংলাদেশ অটো শ্রমিক কল্যাণ সোসাইটির বিভিন্ন নেতা বৃন্দ।


এ ক্যটাগরির আরো খবর..