13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

তুরস্ক প্রেসিডেনশিয়াল গার্ড ইউনিট বাদ দিচ্ছে

admin
July 24, 2016 10:03 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: তুরস্ক সেনাবাহিনীর প্রেসিডেনশিয়াল গার্ড ইউনিটকে বাতিল করতে যাচ্ছে। দেশটির প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম শনিবার এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

গত সপ্তাহে তুরস্কের সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থানের চেষ্টা চালালে এটি ব্যর্থ হয়। এরপরই সেনাবাহিনীতে ব্যাপক রদবদলের ঘোষণা দেন প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান। এই অভ্যুত্থান চেষ্টার জন্য এরদোগান অবশ্য যুক্তরাষ্ট্রে নির্বাসিত আরেক নেতা ফেতহুল্লাহ গুলেনকে দায়ী করেছেন। তবে গুলেন এ অভিযোগ অস্বীকার করেছেন। গত কয়েকদিনে গুলেনের এক ভাতিজাসহ কয়েকজন সহযোগীকে গ্রেফতার করা হয়েছে।

সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ইলদিরিম বলেন, ‘প্রেসিডেনশিয়াল গার্ডের আর কোনো প্রয়োজন নেই। এটি আর রাখা হবে না।’

তুরস্কের প্রেসিডেনশিয়াল গার্ডের সদস্য সংখ্যা ২ হাজার ৫০০। সেনা অভ্যুত্থান চেষ্টার অভিযোগে এই বাহিনীর ২৮৩ জন সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

http://www.anandalokfoundation.com/