× Banner

ফরিদপুর প্রতিনিধি

চাঁদাবাজি ও অনৈতিক কাজে জড়িত হলে তাকে পুলিশে ধরিয়ে দিন: শামা ওবায়েদ

অনলাইন ডেক্স
হালনাগাদ: মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৫
পুলিশে ধরিয়ে দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, বিএনপিতে কোনো চাঁদাবাজের ঠাঁই নেই। চাঁদাবাজি ও অনৈতিক কাজ যারা করবে, তারা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যদি বিএনপি বা তার লোকজনের কেউ এ ধরনের কাজে জড়িত থাকে, তবে তাদেরকেও পুলিশে সোপর্দ করতে হবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ নির্বাচনী এলাকা ফরিদপুরের সালথা উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শামা ওবায়েদ বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত অন্তত ২০টি পূজামণ্ডপ পরিদর্শন করেন।
তিনি বলেন, বিএনপি কাউকে আলাদা চোখে দেখে না; হিন্দু-মুসলিম সবার প্রতি সমান দৃষ্টিতে দেখে। শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে ফ্যাসিবাদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠতে পারে, পূজামণ্ডপে বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারে। তাই সকলকে সতর্ক থাকতে হবে। প্রতিটি মন্দিরে বিএনপির নেতাকর্মীরা ২৪ ঘণ্টা পাহারা দেবে, যাতে কোনো ধরনের অপতৎপরতা চালানো না যায়।
নিজ দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেন, “আপনারা যদি সালথায় উন্নয়ন করতে চান, তাহলে সব ধরনের অপকর্ম—চাঁদাবাজি, টেন্ডারবাজি, দলবাজি, থানায় দালালি কিংবা এসিল্যান্ড অফিসে অকারণ ঘোরাঘুরি—এসব বন্ধ করতে হবে। তারপর জনগণের পাশে থাকতে হবে। আমি বেঁচে থাকতে আমার নির্বাচনী এলাকায় কাউকে অনৈতিক কাজে জড়াতে দেব না।”
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে শামা ওবায়েদ আরও বলেন, “শুধু পূজা নয়, যেকোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে আছি। আমার বাবা মরহুম কেএম ওবায়দুর রহমান সারাজীবন হিন্দু ভাই-বোনদের পাশে ছিলেন, আমিও থাকবো। ফ্যাসিবাদ হয়তো পালিয়ে গেছে, কিন্তু ষড়যন্ত্র এখনো শেষ হয়নি। তাই সবাইকে সতর্ক থাকতে হবে।”
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি সিদ্দিকুর রহমান তালুকদার, সিনিয়র সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, বিএনপি নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, যুবদল নেতা হাসান আশরাফ, বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বর, মোহাম্মদ মুরাদুর রহমান প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..