× Banner
সর্বশেষ
আজ শুক্রবার(২৬সেপ্টেম্বর) দিনের শুরুতে রাশিফল আজ ২৬ সেপ্টেম্বর শুক্রবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে শ্লোগানের কবি নাজমুল হক নজীরের ৭১তম জন্মদিন আজ   বেনাপোলে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি বিদেশি মদ ও কসমেটিক্স সমগ্রী আটক বাংলাদেশ – চীনের মধ্যে প্রতিযোগিতার সক্ষমতা বাড়িয়ে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন সম্ভব -মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা নড়াইলের ধোপাখোলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় যু্বক নিহত খুলনার পাইকগাছায় পুশ বিরোধী অভিযানে ৩ চিংড়ী ব্যবসায়ী কে জরিমানা এবং পুশকৃত চিংড়ী জব্দ করা হয়েছে।  বিকালে বাগআঁচড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডে বিএনপির উদ্যোগে কর্মী সমাবেশ ও উঠান বৈঠকের আয়োজন করা হয়। ন্যায্য রূপান্তরের জন্য শ্রমিকের মর্যাদা ও শ্রমিক-কেন্দ্রিক নীতি নিশ্চিত করা অপরিহার্য। জনগণের দোরগোড়ায় ডাক বিভাগের সেবা পৌঁছে দিতে নতুন প্রজন্মের কর্মকর্তাদের যুগোপযোগী দক্ষতা অর্জন অপরিহার্য

ইসলামী বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

ইউজিসির অর্থায়নে গবেষণার জন্য ইবির ৭ শিক্ষার্থী নির্বাচিত

অনলাইন ডেক্স
হালনাগাদ: বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৫
ইবির ৭ শিক্ষার্থী নির্বাচিত

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অর্থায়নে ২০২৫-২৬ অর্থবছরে পিএইচডি গবেষণার জন্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাত শিক্ষার্থী নির্বাচিত হয়েছেন। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।
নির্বাচিত শিক্ষার্থীরা হলেন- ধর্মতত্ত্ব ও ইসলামিক শিক্ষা অনুষদ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের কাজী আলীমা, আব্দুর রউফ, নাজমুল হুদা। বিজ্ঞান অনুষদ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আহমাদুল্লাহ হাসান। কলা অনুষদ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের রফিকুল ইসলাম, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের এসএম ফয়সাল হোসেন ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের তিতাসউর রহমান।
অর্থায়নের ক্ষেত্রে জানা গেছে, কাজী আলীমা, আব্দুর রউফ, নাজমুল হুদা, এসএম ফয়সাল ও আহমাদুল্লাহ হাসান প্রত্যেকে এককালীন ৫০ হাজার টাকা করে অর্থায়ন পাবেন। অন্যদিকে, তিতাসউর রহমান পিএইচডি চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ায় প্রকল্পের অর্থ না পেলেও সমপরিমাণ অর্থায়ন (৫০ হাজার টাকা) পাবেন।
এছাড়া রফিকুল ইসলামকে ২ লাখ টাকা বরাদ্দ দেওয়া হলেও মেয়াদ উত্তীর্ণ ও চূড়ান্ত রিপোর্ট জমা দেওয়ায় তিনি প্রকল্পের অর্থ পাবেন না।


এ ক্যটাগরির আরো খবর..