× Banner
সর্বশেষ
অর্থনীতির মূল লক্ষ্য হতে হবে ব্যয় থেকে উদ্বৃত্ত তৈরি করা পাইকগাছার গদাইপুর বাজারে গাছের চারার হাট জমে উঠেছে ডাসারে মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃত্যু, নবজাতকসহ আহত ৪ তামাক চাষ বাড়লে, বিলুপ্ত হবে ইলিশ কালকিনিতে প্রধান শিক্ষকের চোখ ক্ষতিগ্রস্থের ঘটনায় ৪দিনেও মামলা নেয়নি পুলিশ, ভুক্তভোগি ভর্তি হাসপাতালে কোটালীপাড়ায় গায়ে আগুন দিয়ে গৃহবধূর আত্মহত্যা গ্রেপ্তার এড়াতে বাস পাল্টায়, গন্ধে ১৪ কেজি গাঁজাসহ ধরা খেল তরুণী ভারতের কারাভোগ শেষে বাংলাদেশি এক নাগরিকের বেনাপোল দিয়ে প্রত্যাবর্তন হিন্দু-মুসলমান ভাই ভাই হিসেবে বসবাস করতে চাই: খন্দকার নাসিরুল ইসলাম ফরিদপুরের বাউশখালী জমিদার বাড়ি আজও ধরে রেখেছে শতবর্ষের ঐতিহ্য

ডেস্ক

রাশিয়ায় ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেক্স
হালনাগাদ: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
শক্তিশালী ভূমিকম্প

রাশিয়ার পূর্বাঞ্চলীয় কামচাতকা অঞ্চলে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ভূমিকম্পের পর পার্শ্ববর্তী উপকূলীয় এলাকাগুলোয় বিপজ্জনক জলোচ্ছ্বাসের আশঙ্কায় বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র। তবে এখনো কোনো ক্ষয়ক্ষতি বা হতাহাতের খবর পাওয়া যায়নি।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৬টা ৫৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২১ মাইল)। ভূমিকম্পের পর ৫ দশমিক ৮ পর্যন্ত মাত্রার পরপর কয়েকটি আফটারশক অনুভূত হয়েছে। তবে রাশিয়ার জরুরি অবস্থা মন্ত্রণালয় জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ২।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২০ সেপ্টেম্বর) কামচাতকা অঞ্চলের প্রশাসনিক কেন্দ্র পেত্রোপাভলোভস্ক-কামচাতস্কি শহর থেকে প্রায় ১২৮ কিলোমিটার পূর্বে ভূমিকম্পটির উৎপত্তি। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের মাত্র ১০ কিলোমিটার গভীরে বলে জানানো হয়।

কামচাতকার গভর্নর ভ্লাদিমির সলোদভ জানিয়েছেন, সব জরুরি পরিসেবাগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে এবং রুশ কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছে।

কর্মকর্তারা জানিয়েছেন, উপদ্বীপের উপকূলের বিভিন্ন স্থানে ৩০ থেকে ৬২ সেন্টিমিটার (১ থেকে ২ ফুট) উচ্চতার সুনামির ঢেউ আঘাত হেনেছে।

ভূমিকম্পের পর মার্কিন জাতীয় আবহাওয়া পরিষেবা এবং প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র আলাস্কার কিছু অংশে সুনামির সতর্কতা জারি করে। তবে কিছুক্ষণ পরে সতর্কতা প্রত্যাহার করা হয়।

জাপানসহ অন্যান্য দেশকেও সম্ভাব্য সুনামির জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। ধারণা করা হচ্ছে, এর প্রভাব প্রশান্ত মহাসাগরজুড়ে ছড়িয়ে পড়বে এবং হাওয়াইয়ের বাসিন্দাদেরও প্রস্তুত থাকতে সতর্ক করা হয়েছে।

পেত্রোপাভলোভস্ক-কামচাতকার জনসংখ্যা প্রায় ১ লাখ ৮১ হাজার। শহরটি কুরিল-কামচাতকা আর্কের ওপর অবস্থিত, যা জাপানের হোক্কাইডো থেকে কুরিল দ্বীপপুঞ্জ এবং কামচাটকা উপদ্বীপের প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর ২,১০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।

কুরিল-কামচাটকা আর্ক বিশ্বের অন্যতম ভূমিকম্প-সক্রিয় অঞ্চল। গত সপ্তাহে কমপক্ষে দুটি ৭ মাত্রার বেশি ভূমিকম্প হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..