× Banner
সর্বশেষ
পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন টানা ৫ দিন ভারী বর্ষণের পূর্বাভাস

শ্যামনগর(সাতক্ষীরা)প্রতিনিধি

শ্যামনগরে মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদের কমিটি বিলুপ্ত ঘোষণা

অনলাইন ডেক্স
হালনাগাদ: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদের উপজেলা,ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা সদরের নকিপুর শীতলখোলা সার্বজনীন মন্দির প্রাঙ্গনে অনুষ্ঠিত এক সভায় এ সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।

চিংড়াখালী মাধ্যমিক বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক জয়দেব বিশ্বাসের সভাপতিত্বে এ সভায় বক্তব্য রাখেন প্রধান শিক্ষক জয়ন্ত মন্ডল, মনোদ্বীপ মন্ডল, গোপাল সরদার, উজ্জল কুমার মন্ডল, সন্দীপ কুমার, দেবব্রত সরকার প্রমুখ।

সভার সভাপতি জয়দেব বিশ^াস জানান যে, সভায় সিদ্ধান্ত হয় আসন্ন শারদীয়া দুর্গা পুজার সপ্তমীতে পুজা পরিক্রমা করা হবে বাংলাদেশ হিন্দু পরিষদ শ্যামনগর উপজেলা শাখা ও মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদ একই সাথে। মহারাজা প্রতাপাদিত্য স্মৃতিরক্ষা পরিষদের দেশের বিভিন্ন স্থানে গঠিত উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..