14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

দলগুলোর বিপরীতমুখী অনড় অবস্থানে জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি

ডেস্ক
August 26, 2025 10:41 am
Link Copied!

বিভিন্ন ইস্যুতে দলগুলোর বিপরীতমুখী অনড় অবস্থানে জটিল হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি। বিশ্লেষকদের কেউ কেউ মনে করেন, প্রতিপক্ষকে চাপে রাখতে এটি হতে পারে দলগুলোর কৌশল। তবে অনড় অবস্থান অনিশ্চিত করে তুলতে পারে গণতান্ত্রিক যাত্রা। র‌্যাডিক্যাল ইসলামপন্থিদের দখলে চলে যেতে পারে ক্ষমতা।

সংস্কার, জুলাই সনদ, নির্বাচন পদ্ধতিসহ বেশ কিছু বিষয়ে তীব্র হচ্ছে রাজনৈতিক দলগুলোর বিতর্ক। কিছু ক্ষেত্রে মতের ভিন্নতা, আবার কিছু ক্ষেত্রে একেবারেই বিপরীত অবস্থান।

সংবিধানের ওপর জুলাই সনদের প্রাধান্য, সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না আদালতে–ঐকমত্য কমিশনের এমন কিছু প্রস্তাবে আপত্তি জানিয়েছে বিএনপি। এছাড়া পিআর পদ্ধতিরও বিরোধী দলটি। যদিও এ পদ্ধতিতে নির্বাচনের দাবিতে জোরালো অবস্থান জামায়াতসহ ইসলামপন্থি দলগুলোর। পাশাপাশি জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে সনদ বাস্তবায়ন এবং গণভোটের দাবি এসব দলের। অন্যদিকে, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে নতুন সংবিধান প্রশ্নে অনড় এনসিপি।

দলগুলো নিজেদের দাবি মানা না মানাকে নির্বাচনে অংশগ্রহণের শর্ত হিসেবেও জুড়ে দিচ্ছে বিভিন্ন দল। এসব শর্তের মারপ্যাঁচ কেবলই রাজনৈতিক কৌশল নাকি রাজনীতিকে নিয়ে যাচ্ছে অনিশ্চিত গন্তব্যে, উঁকি দিচ্ছে এমন সব প্রশ্ন।

বিশ্লেষকরা মনে করেন, সদিচ্ছা থাকলে আলোচনার মাধ্যমে অনেক কিছুরই সুরাহা সম্ভব। তবে অনড় থাকলে লাভ হবে না কোনো পক্ষেরই। স্থিতিশীলতার জন্য গণতান্ত্রিক যাত্রাপথই যুতসই বিকল্প।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সাব্বির আহমেদ বলেন, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসবে, বিএনপির ওপর চাপ তত বাড়বে। এটা একটা রাজনৈতিক কৌশল বলে মনে হচ্ছে। কিন্তু নির্বাচন না হলে কারওই কোনো লাভ নেই। এটা সবার জন্যই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। তবে এ ভুলের দিকে তারা যাবে না বলে ধারণা করিিত

চলমান সংকট মোকাবিলা করতে হলে রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হতে হবে। সেটা না হলে রাজনীতি রাজনীতির মতোই চলবে, যে রাজনীতি আমরা কেউ কোনো দিনই চাই না! রাজনীতি হয়ত চ্যালেঞ্জের মুখে পড়বে। সেই চ্যালেঞ্জ থেকে অন্য শক্তির হাতে ক্ষমতা চলে যেতে পারে। নির্বাচনের বিকল্পটা কী? মনে করেন, নির্বাচনটা হলো না, তাহলে কী হবে? এভাবে তো দেশ চলবে না। এমনটা হলে তো কেউ না কেউ এসে ক্ষমতা তাদের নিয়ন্ত্রণে নেবে। অথবা আরেকটা বিপদ আছে, সেটা হতে পারে– র‌্যাডিক্যাল ইসলামপন্থিরা তারা হয়ত ক্ষমতা দখল করতে পারে। এটা অনেক দেশেই হয়েছে।

http://www.anandalokfoundation.com/