14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

নবীগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভির্য্যরেমধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী পালন

Link Copied!

নবীগঞ্জে যথাযথ  ধর্মীয় ভাবগাম্ভির্য্যরেমধ্য দিয়ে পার্থসারথী ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী ও আবির্ভাব তিথি পালন করা হয়েছে।

নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের উদ্যোগে ১৬ আগষ্ট শনিবার সকালে নবীগঞ্জ কেন্দ্রীয় গোবিন্দ জিউড় মন্দির প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা শুরু করে শহরের প্রধান প্রদান সড়ক প্রদক্ষিন করে পুনরায় গোবিন্দ জিউড় আখড়ায় এসে শেষ হয়।

নবীগঞ্জ উপজেলা পুজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রঙ্গলাল রায়ের সভাপতিত্বে শোভাযাত্রায় উপস্থিত ছিলেন,নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ছাবির আহমদ চৌধুরী,নবীগঞ্জ উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঔক্য পরিষদের সভাপতি নারায়ন রায়,সাধারন সম্পাদক ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল,উপজেলা পুজা উদযাপন পরিষদের সহ সভাপতি ভবানী শংকর ভট্টাচার্য্য,সাংগঠনিক সম্পাদক নীলকণ্ট দাশ সামন্ত নন্টী,গোবিন্দ জিউড় আখড়া কমিটির সাবেক সভাপতি সুবিনয় কর,অশোক তরু দাস,উপজেলা লোকনাথ সেবা সংঘের সভাপতি সুখেন্দু পুরকায়াস্থ,সাধারন সম্পাদক সাধন চন্দ্র দাশ,ইসকন মন্দিরের অধ্যক্ষ ব্রজকৃষ্ণ দাস ব্রম্মচারী,উপজেলা লোকনাথ সংঘের সাবেক সাধারন সম্পাদক রঞ্জিত চক্রবর্ত্তী নান্টু,অর্থ সম্পাদক চারু দেব,পারমার্থিক গীতা পাঠক সভাপতি অজিত কুমার দাশ,প্রজেশ রায় নিতন,আমেরিকা প্রবাসী বিশ্বমনি সরকার,পৌর পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক বিভু আচার্য্য,উপজেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক অলিউর রহমান,উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবুল কালাম মিঠু,গোবিন্দ জিউর আখড়ার সেবায়েত সুধাম বেষ্ণব,লক্ষী বৈষ্ণবী,ইসকনের সদস্য জীবেশ গোপ,সজল চন্দ্র গোপ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রচার সম্পাদক পবিত্র বনিক,দপ্তর সম্পাদক অমলেন্দু সুত্রধর,বাউসা ইউনিয়ন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি  রাখাল চন্দ্র দাশ,কুর্শি ইউনিয়ন পুজা কমিটির সাধারন সম্পাদক সাংবাদিক অঞ্জন রায়,ওস্তাদ দীপেন্দু দাস দীপ,উপজেলা সৎসঙ্গের সহসভাপতি নিখিল সুত্রধর,কানু লাল দাশ,সুব্রত কুমার দাশ,রিন্টু দাশ,সাংবাদিক স্বপন রবিদাস,গীতা স্কুলের শিক্ষক সনজয় দাশ,নিরুপম দেব,বিপুল দাশ,রিপ্টু তালুকদারসহ বিভন্নি সংগঠনের নের্তৃবৃন্দ।

মঙ্গল শোবাযাত্রায় উপজেলা পুজা উদযাপন পরিষদ,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ,কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন,উপজেলা লোকনাথ সেবা সংঘ,সৎসঙ্গ বাংলাদেশ,বাংলাদেশ ব্রাম্মন সংসদ,সনাতন বিদ্যার্থী সংসদসহ অন্যান্য ধর্মীয় সংগঠন অংশগ্রহন করেন। এ্রছাড়া আন্তজার্তিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকন পাথ সারথী ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫১ তম জন্মাষ্টমী উপলক্ষ্যে পৌরসভার তিমিরপুর ইসকন মন্দিরে ২ দিনব্যাপী অনুষ্টানের আয়োজন করেন।

http://www.anandalokfoundation.com/