× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা

বিএনপি নেতাকে দাওয়াত না দেয়াকে কেন্দ্র করে উত্তাল সভাস্থল; সংঘর্ষে আহত ১

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
বিএনপি নেতাকে দাওয়াত

বরিশালের গৌরনদীতে ৫ আগস্ট উপলক্ষ্যে বিএনপির প্রস্তুতি সভায় দাওয়াত না পাওয়াকে কেন্দ্র করে দলটির উপজেলা ইউনিটের দুই গ্রæপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত গৌরনদী বাসস্ট্যান্ড ও বাসস্ট্যান্ড সংলগ্ন অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।

উপস্থিত নেতাকর্মীরা জানান, অডিটোরিয়ামে ৫ আগস্টের কর্মসূচি ঘিরে প্রস্তুতি সভা চলছিল। সভার একপর্যায়ে উপজেলা বিএনপির আহŸায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের মোবাইলে একটি কল আসে। যেখানে ফোনালাপে দাওয়াত না পাওয়ার বিষয়ে তর্ক-বিতর্ক হয়।

প্রত্যক্ষদর্শী জামান শরীফ বলেন, ফোনালাপের কিছুক্ষণ পরেই উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহŸায়ক বদিউজ্জামান মিন্টু তার কয়েকজন সহযোগীকে নিয়ে দেশীয় অস্ত্র, লাঠিসোটা, রামদা ও হাতুড়ি নিয়ে সভাস্থলে প্রবেশ করেন। তিনি সরোয়ার আলম বিপ্লব ভাইয়ের উদ্দেশ্যে জোরে জোরে সরাসরি জানতে চান কেন তাকে দাওয়াত দেওয়া হয়নি। পরিস্থিতি শান্ত করতে সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান এগিয়ে আসলে মিন্টু ভাই ক্ষিপ্ত হয়ে তাকে ধাক্কা দেন। সঙ্গে সঙ্গে সভাস্থলে উত্তেজনার সৃষ্টি হয়।

আরেক প্রত্যক্ষদর্শী জসিম শরীফ বলেন, কথাকাটাকাটি ও ধাক্কাধাক্কির পরপরই বদিউজ্জামান মিন্টু ভাইয়ের অনুসারীরা চেয়ার-টেবিল ভাঙচুর শুরু করে এবং তারা সভাস্থলে উপস্থিত নেতাকর্মীদের ওপর হামলা চালায়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

সংঘর্ষে রমজান নামে এক যুবক আহত হন। তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা বিএনপির সদস্য সচিব শরীফ জহির সাজ্জাদ হান্নান বলেন, আহত রমজান ছাত্রলীগের কর্মী। বড় দলের মধ্যে নেতা-কর্মীদের মাঝেমধ্যে ভূল বোঝাবুঝি হতেই পারে। তবে সভার পরিবেশ নষ্ট হওয়া দুঃখজনক ঘটনা।

অন্যদিকে বদিউজ্জামান মিন্টু তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, আমি দীর্ঘ ১৭ বছর ধরে বিএনপির রাজনীতিতে আছি। এই দীর্ঘ সময়ে আমি বহুবার হামলা-মামলার শিকার হয়েছি। অথচ এমন একটি গুরুত্বপূর্ণ সভায় আমাকে দাওয়াত দেওয়া হয়নি। আমি শুধু কারণ জানতে গিয়েছিলাম। সেখানে কোনো বিশৃঙ্খলায় আমি বা আমার লোকজন জড়িত ছিল না।

বিষয়টি নিয়ে আহŸায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব সাংবাদিকদের কোনো মন্তব্য করতে রাজি হননি।
গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তারিকুল ইসলাম বলেন, সংঘর্ষের খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। তবে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, বদিউজ্জামান মিন্টু এর আগেও একাধিকবার বিতর্কিত কর্মকাÐে জড়িত ছিলেন। গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আধিপত্য বিস্তারের চেষ্টা চালাতে গিয়ে এক নারীকে মারধর এবং এক চিকিৎসককে লাঞ্ছনার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি উপজেলা পরিষদে ইউএনও এবং ওসির উপস্থিতিতেই এক মুসল্লিকে চড় মারার অভিযোগ রয়েছে তার নামে।


এ ক্যটাগরির আরো খবর..