আমরা প্রতিবেশী দেশের ঘটনার বিষয়ে নজর রাখছি। আমরা চাই গণতান্ত্রিক, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ এবং অন্তর্মুখী (সবার অংশগ্রহণমূলক) নির্বাচন হোক। বলেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।
গোপালগঞ্জের ঘটনা নিয়ে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের আসন্ন নির্বাচনকে স্বাগত জানিয়ে বলেন, গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা নির্বাচনকে অবশ্যই স্বাগত জানাই।
ভিসা সরলীকরণ বিষয়ে মুখপাত্র বলেন, ‘প্রয়োজন ভিত্তিক ভিসা দেওয়া হচ্ছে।
ছাত্র ও বিশেষ ক্ষেত্রে মেডিকেল ভিসা দেওয়া হচ্ছে। ’ তবে ভিসার সংখ্যা কত সেটা তিনি বলেননি।
তিনি আরও বলেন, আমরা বাংলাদেশের সঙ্গে গঠনমূলক ইতিবাচক সম্পর্ক গড়তে চাই। এ কারণেই দুই দেশের সর্বোচ্চ রাষ্ট্র নেতা পর্যায়ে বৈঠক হয়। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী ঢাকা সফর করেন। পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনেরও বৈঠক হয়। ’