14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ফৌজদারি কার্যবিধি (দ্বিতীয় সংশোধন) অধ্যাদেশের খসড়ার ওপর মতামত আহবান

পিআইডি
July 3, 2025 5:12 pm
Link Copied!

ফৌজদারি কার্যবিধি , ১৮৯৮ (Code of Criminal Procedure, 1898) সময়োপযোগী করার লক্ষ্যে আইন ও বিচার বিভাগ ‘Code of Criminal Procedure (Second Amendment) Ordinance, 2025’ শীর্ষক প্রাথমিক খসড়া প্রস্তুত করেছে। প্রাথমিক খসড়া চূড়ান্ত করার লক্ষ্যে সর্ব-সাধারণের মতামতের জন্য এটি আইন ও বিচার বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

আগামী ০৭ জুলাই এর মধ্যে  ই-মেইল (section8.justice@gmail.com) অথবা সিনিয়র সহকারী সচিব, বিচার শাখা-৮, আইন ও বিচার বিভাগ, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়, ঢাকার ঠিকানায় খসড়ার বিষয়ে মতামত প্রেরণ করা যাবে।

http://www.anandalokfoundation.com/