13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র আরো ৫৬০ সেনা পাঠাচ্ছে ইরাকে

admin
July 12, 2016 10:15 am
Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক: ইরাকে আরো ৫৬০ সেনা পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র সন্ত্রাসী গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে সাহায্য করার জন্য।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার সোমবার বাগদাদ সফরের সময় এ ঘোষণা দেন।

নতুন করে এই সেনা পাঠানো হলে ইরাকে অবস্থান নেওয়া মার্কিন সৈন্য সংখ্যা ৪ হাজার ৬৫০ জনে দাঁড়াবে। এর আগে যেসব সেনাকে ইরাকে পাঠানো হয়েছে তাদের অধিকাংশই সেখানে প্রশিক্ষক ও পরামর্শক হিসেবে কাজ করছে।

গত শনিবার ইরাকি বাহিনী আইএসের কাছ থেকে মসুল শহরের কাছে একটি গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি দখল করে। শহরটি পুনর্দখল করতে ইরাকি বাহিনীকে সহযোগিতার জন্য নতুন ৫৬০ জন সেনাকে পাঠানো হচ্ছে বলে জানান অ্যাশ কার্টার।

তিনি বলেন, অতিরিক্ত সেনাদের মসুলের ৬৫ কিলোমিটার দক্ষিণে পুনর্দখল করা কায়ারা বিমানঘাঁটিতে পাঠানো হবে। ওই বিমানঘাঁটি মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান ও সাজসরঞ্জাম আদান-প্রদানের প্রধান কেন্দ্র হবে। নতুন এই সেনাদের মধ্যে প্রকৌশলী ও রসদ সরবরাহ বিষয়ক অভিজ্ঞ ব্যক্তিরা রয়েছেন।

http://www.anandalokfoundation.com/