মাদারীপুরের ডাসারে নানা আয়োজনের মধ্য দিয়ে অন্বেষণ পাঠাগারের ২৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে “মেধা অন্বেষণ প্রতিযোগিতা-২০২৫” পালিত হয়েছে।
আজ শুক্রবার(১৬ মে) সকাল থেকে উপজেলার আইসারে বাজারের অন্বেষণ পাঠাগার ভবনে শিক্ষার্থীদের নিয়ে চিত্রাঙ্কন,হাতের লেখা,কবিতা আবৃত্তি, রচনা ও সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর মধ্যে দিয়ে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অন্বেষণ পাঠাগারের প্রতিষ্ঠা ও সভাপতি খাদ্য মন্ত্রণালয়ের উপসচিব জয়নাল মোল্লা।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল আরেফীন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,জহিরুল ইসলাম সাইফুল ইসলাম,গোলাম কিবরিয়া প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে অংশগ্রহণকারী স্কুল -কলেজের শিক্ষক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে উপস্থিত বক্তরা বলেন, আলোকিত সমাজ গঠনে অন্বেষণ পাঠাগার সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।নতুন প্রজন্ম ও শিক্ষার্থীদের বইয়ের প্রতি ভালবাসা তৈরি ও তরুণদের উৎসাহী করতে এই পাঠাগার।