× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

আঞ্চলিক প্রতিনিধি

ইজারা মূল্য বৃদ্ধির প্রতিবাদে বরিশাল মৎস্য ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

অনলাইন ডেক্স
হালনাগাদ: রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
মৎস্য ব্যবসায়ীদের সংবাদ সম্মেলন

গত বছরের তুলনায় চলমান বছরে বরিশাল নগরীর পোর্ট রোডের ঘাটটি সর্ব নিম্ন ইজারা প্রায় দ্বিগুণ করার পাশাপাশি মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে সরকারি রেট সিট না মেনে টন ও মণ প্রতি অবৈধভাবে বাড়তি অর্থ হাতিয়ে নিচ্ছেন বরিশাল বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ।

এমন অভিযোগ এনে রবিবার দুপুর দুইটায় বরিশাল রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন শহীদ জিয়া পাইকারি মৎস্য অবতরণ কেন্দ্রের নেতৃবৃন্দরা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ওই অবতরণ কেন্দ্রের সাধারণ সম্পাদক জহির সিকদার। তিনি বলেন, এ মৎস্য মার্কেটটি ইজারা দেওয়া হয় পদ্মাবতী ঘাট নামে। প্রতিবছর ঘাটটির ইজারা দেয় বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ। ২০২৪ সালে ঘাটটি ইজারার সর্ব নিম্ন দর ছিল এক কোটি ২৫ লাখ টাকা। এসময় সর্বোচ্চ দরদাতা এক কোটি ৭৫ লাখ টাকায় ঘাটটি পায় একটি প্রতিষ্ঠান। তখন বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে ইজারা বাবদ মণ প্রতি ইলিশ ১০০ টাকা নির্ধারণ করে দেয়। অথচ দরপত্রের সাথে দেওয়া রেট সিটে উল্লেখ থাকে টন প্রতি ৩৪ টাকা ৫০ পয়সা। তাতে মণ প্রতি হয় প্রায় দেড় টাকা। সেখানে মণ প্রতি আদায় করা হচ্ছে ১০০ টাকা। যা সম্পূর্ণ অবৈধ।

জহির সিকদার আরও বলেন, ২০২৫ সালে বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ হঠাৎ করে ঘাটটি ইজারার সর্ব নিম্ন দর দেয় দুই কোটি ৭৫ লাখ টাকা। আজ সোমবার (২৮ এপ্রিল) বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ ঘাটটি ইজারায় বেঁধে দেওয়া নির্ধারিত ওই টাকা সর্ব নিম্ন দর রাখায় ফুঁসে উঠেছে মৎস্য ব্যবসায়ীরা। কারণ বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ মৎস্য ব্যবসায়ীদের সাথে আলোচনা না করে এমন কাজটি করেছে। যা ২০২৪ সালের তুলনায় ২০২৫ সালে প্রায় দ্বিগুণ।

বিআইডবিøউটিএ কর্তৃপক্ষ এমন কাজ করলে এই ঘাটে টোল বেশি হওয়ায় ব্যবসায়ীরা মাছ নিয়ে কম আসতে শুরু করবে। ফলে মাছের সংকট হওয়ার পাশাপাশি মাছের দাম অনেক বেড়ে যাবে। যার প্রভাব পরবে খুচরা বাজারের ওপর। তাই বিআইডবিøউটিএ কর্তৃপক্ষের এমন সিন্ধান্তের তীব্র নিন্দা জানিয়ে সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দরা ২০২৫ সালের মনগড়া নতুন নিয়ম বন্ধের দাবি জানিয়ে সরকারি নির্ধারিত রেট সিট অনুযায়ী ইজারা দেওয়ার দাবি করেন।

এ ব্যাপারে বরিশাল নদী বন্দর কর্মকর্তা শেখ মোহাম্মদ সেলিম রেজা বলেন, দরপত্রের মূল্য নির্ধারণ করে প্রধান কার্যালয়। যাতে বরিশালের কারো হাত নেই। আর ইজারাদারের প্রতিযোগিতার কারণে মূল্য বাড়ে বলেও তিনি উল্লেখ করেন।


এ ক্যটাগরির আরো খবর..