পহেলা বৈশাখের প্রথম দিনেই বরিশালের উন্মুক্ত বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছিল উৎসবের ঢল। ছুটির দিনে পরিবার-পরিজন, বন্ধু-বান্ধব কিংবা প্রিয়জনদের নিয়ে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করেছিলেন হাজারো মানুষ।
সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষ ভিড় জমিয়েছিলেন নগরীর বিনোদন কেন্দ্র ত্রিশ গোডাউন, এড্যামস পার্ক, বেলস পার্ক, মুক্তিযোদ্ধা পার্ক এবং দপদপিয়া সেতু এলাকায়।
নগরীর ত্রিশ গোডাউনে ঘুরতে আসা বিএম কলেজের ছাত্রী জেসিকা আহম্মেদ জুঁই বলেন, আমরা প্রতি বছর বৈশাখের প্রথমদিন বান্ধীদের নিয়ে ঘুরতে বের হই। এবছরও ঘুরতে বেড়িয়েছি। রূপাতলীর বাসিন্দা এবং সরকারি কর্মচারী জসিম উদ্দিন বলেন, সারাবছর কাজের ব্যস্ততা থাকে।
আজ পরিবারকে সময় দিতে পেরে খুব ভালো লাগছে। বাচ্চারা অনেক মজা করেছে। অন্যান্য বছরের চেয়ে এবার প্রশাসনের নিরাপত্তাও ভালো ছিল। বরিশালে এমন প্রাণবন্ত নববর্ষ উদযাপন অনেকদিন পর দেখা গেছে জানিয়ে স্থানীয় গণমাধ্যম কর্মী মো. আসাদুজ্জামান বলেন, পহেলা বৈশাখের আনন্দে এদিন যেন পুরো বরিশালই পরিণত হয়েছিল এক বিশাল উৎসব মঞ্চে।