14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গৌতমকে মারায় রাশেদুল হকের সদস্যপদ সাময়িক স্থগিত

সুমন দত্ত
April 15, 2025 3:40 pm
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দৈনিক স্বদেশ বিচিত্রা ও দৈনিক সমকালের সাংবাদিকদের গায়ে হাত তোলায় ডিআরইউ মেম্বার রাশেদুল হকের সদস্যপদ সাময়িক স্থগিত করেছে সংগঠনের সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহলে। ১৪ এপ্রিল সোমবার এক নোটিশের মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

গত ১৩ এপ্রিল এ সংক্রান্ত বিষয়ে একটি সভা হয়। যার সভাপতিত্ব করেন ডিআরইউ বর্তমান সভাপতি। তিনি রাশেদুল হকের আচরণের বিষয়টি অবগত হয়ে অভিযোগ শৃঙ্খলা কমিটিতে প্রেরণ করেছেন। বিষয়টি এখন ডিআরইউ শৃঙ্খলা কমিটি দেখবে বলে তিনি জানিয়েছেন। ততদিন রাশেদুল হকের মেম্বারশীপ স্থগিত থাকবে।

প্রসঙ্গত, রাশেদুল হক দৈনিক স্বদেশ বিচিত্রার সাংবাদিক গৌতম কুমার এদবরকে ঘুসি মারে। পরে এই ঘটনার প্রতিবাদ করলে তিনি দৈনিক সমকালের এক সাংবাদিককে ঘুসি মারেন। তার বিরুদ্ধে ডিআরইউতে লিখিত অভিযোগ করেন দৈনিক সমকালের সেই নিগ্রিহিত সাংবাদিক।

http://www.anandalokfoundation.com/