× Banner
সর্বশেষ
রাষ্ট্রীয় অতিথি ভবন থেকেই প্রধানমন্ত্রীর বাসভবন গণভবন -উপ প্রেস সচিব পাকিস্তানকে ‘মানচিত্র থেকে মুছে ফেলার’ হুঁশিয়ারি ভারতের সেনাপ্রধানের ডাসারে অন্বেষণ পাঠাগারের পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত ভাষাসৈনিক আহমদ রফিকের মৃত্যুতে ফয়েজ আহমদ তৈয়্যবের শোক বেনাপোলে বিজিবির অভিযানে বিদেশি মদ ভারতীয় গাঁজা ও কসমেটিক্স সামগ্রী আটক  পাকিস্তানে জাতীয় প্রেসক্লাবে সাংবাদিকদের উপর পুলিশের হামলা কানপুরে ভারত ওয়েস্ট ইন্ডিজ টেস্টে জাদেজা ১০৪ রানে অপরাজিত আওয়ামী লীগ আমলে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে -অ্যাটর্নি জেনারেল কোটালীপাড়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প ভাষা সৈনিক আহমদ রফিক মারা গেছেন

ডাসার(মাদারীপুর)প্রতিনিধি

ডাসারে প্রধান শিক্ষক দম্পতির বিরুদ্ধে দুর্নীতি ও নানা অনিয়মের অভিযোগ 

অনলাইন ডেক্স
হালনাগাদ: সোমবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৪

মাদারীপুরের ডাসার উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহাদেব বাড়ৈ ও তার স্ত্রী  ইতিহাস  বিভাগের শিক্ষিকা চপলা রায়ের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি,শিক্ষার্থীদের কাছ থেকে  অতিরিক্ত অর্থ আদায়,ছুটি না নিয়ে ছুটি কাটানো, স্বেচ্ছাচারিতা,রাজনৈতিক প্রভাব খাটানোসহ নানা অনিয়ম- দুর্নীতির অভিযোগ উঠেছে।
সোমবার(২৩সেপ্টেম্বর) উপজেলার নবগ্রাম উচ্চ বিদ্যালয় গিয়ে একাধিক সূত্রে জানা গেছে ,নবগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহাদেব বাড়ৈর অনিয়ম ও দুর্নীতির একাধিক ফিরিস্তি উঠে এসেছে।অভিযোগ উঠেছে প্রধান শিক্ষক সহাদেব বাড়ৈর স্ত্রী শিক্ষিকা চপলা রায় চার দিনের ছুটি নিয়ে পনের দিন ছুটি কাটিয়েছেন।পরে হাজিরা খাতায় পনের দিনের সই করেন।
সকল অনিয়ম করেছেন প্রধান শিক্ষকের ছত্র ছায়ায়।স্কুলে ল্যাব থাকা সত্বেও স্কুলে ওয়াইফাই সংযোগ করেন নি প্রধান শিক্ষক।মডেমে নেট কিনে বাড়িতে গিয়ে পরিবার নিয়ে ব্যবহার করেন।নেট খরচের ভাউচার করেন স্কুল থেকে ।গত একবছরে নেট বিল করছেন প্রায় ৫৪হাজার টাকা,যেটা ওই স্কুলের ফান্ড থেকে বিল পরিশোধ করা হয়।অথচ  স্কুলে ল্যাব থাকতেও ওয়াইফাই না থাকায় শিক্ষার্থীরা বঞ্চিত হচ্ছে ইন্টারনেট সেবা থেকে।
এছাড়া স্কুলে মুসলিম শিক্ষার্থী থাকা সত্বেও দুই বছর অতিবাহিত হলেও তিনি ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক নিয়োগের ব্যাপারে কোন পদক্ষেপ নেয় নি।অভিযোগ রয়েছে স্কুলের পাশেই আওয়ামী লীগ অফিসে বালু ভরাটের জন্য স্কুল ফান্ড থেকে টাকা দিয়েছেন প্রধান শিক্ষক।বর্তমানে স্কুলের ৬ষ্ঠ ও অষ্টম শ্রেণির রেজিষ্ট্রেশন চলছে।
একজন শিক্ষার্থীর সরকারি রেজিষ্ট্রেশন ফি সরকারি নির্ধারিত ফি এর চেয়ে অতিরিক্ত ফি নিচ্ছেন তিনি। ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ১৫০ টাকা এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের কাছ থেকে ২০০ টাকা করে উত্তোলন করছেন তিনি।প্রধান শিক্ষক তার ব্যক্তিগত কাজে গিয়ে স্কুলে না এসে পরদিন স্কুলের হাজিরা খাতায় সই করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।এছাড়াও তিনি ক্লাস নেন না ঠিকমত।
এমনকি প্রধান শিক্ষকের স্কুলের বাইরে তার রাজনৈতিক প্রভাব এতটাই বেশী যে অনিয়ম-দুর্নীতি নিয়ে স্কুলের কোন শিক্ষক তার বিরুদ্ধে প্রতিবাদ করার সাহস পায় না কেউ।এমনকি বেশ কয়েকবার অনিয়ম নিয়ে সংবাদ সংগ্রহ করতে গেলে তিনি স্থানীয় রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের দিয়ে সাংবাদিকদের বিভিন্নভাবে  হেনস্তা করার চেষ্টা চালান।
মুঠোফোনে প্রধান শিক্ষক সহদেব বাড়ৈর বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির বিষয়ে জানতে চাইলে তিনি কিছু অভিযোগের কথা স্বীকার করেন এবং কিছু অভিযোগের বিষয় এড়িয়ে গিয়ে সাংবাদিকদের সামনাসামনি দেখা করে কথা বলার জন্য অনুরোধ করেন।
এবিষয়ে ডাসার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.আশরাফুজ্জামান বলেন,লিখিত অভিযোগ পেলে অনিয়মের বিষয়ে খোঁজ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজা মো:গোলাম মাসুম বলেন, তিনি যদি সুনির্দিষ্ট বা নিয়মবহির্ভূত কোনো কর্মকান্ড করে থাকেন তাহলে তাঁর বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..