14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

মাইলস ব্যান্ডের শাফিন আর নেই

সুমন দত্ত
July 26, 2024 8:56 am
Link Copied!

নিউজ ডেস্ক: কিংবদন্তি সংগীতশিল্পী শাফিন আহমেদ মারা গেছেন।

দেশের একটি ইংরেজি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মৃতের ভাই সংগীতশিল্পী হামিন আহমেদ খবরটি নিশ্চিত করেছেন।

হামিন আহমেদ বলেন, শাফিন আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একটি হাসপাতালে ম্যাসিভ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

২০২৪ সালের ২৫ জুলাই বাংলাদেশ সময় সকাল ৬টা ৫০ মিনিটে শাফিন আহমেদ মারা যান।

এছাড়া তার মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন পার্থিব ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী আশফাকুল বারী রুমন।

রুমন শেয়ার করেছেন, “শাফিন ব্যাপক হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন।

২০ জুলাই ভার্জিনিয়ায় তার একটি কনসার্টের কথা ছিল। অনুষ্ঠানের আগে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তা বাতিল করতে হয়।

ওই দিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তার অঙ্গ-প্রত্যঙ্গ নিস্ক্রিয় হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, আমরা তাকে ফিরিয়ে আনতে পারিনি।”

রুমন আরও বলেন, “শাফিনের ব্যান্ডমেট রাইসুল ইসলাম রিমনের সঙ্গে কথা বলেছি, তিনি খবরটি নিশ্চিত করেছেন। শাফিন গত দুই দিন ধরে ভার্জিনিয়া হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন।”

শাফিন আহমেদ ১৯৬১ সালের ১৪ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন।

তার মা ফিরোজা বেগম ছিলেন একজন কিংবদন্তি নজরুল সংগীত শিল্পী এবং তার বাবা কমল দাশগুপ্ত ছিলেন একজন প্রখ্যাত সুরকার ও গায়ক।

এমনই সংগীত সমৃদ্ধ পরিবেশে বেড়ে ওঠা শাফিন ছোটবেলা থেকেই সঙ্গীতে মগ্ন ছিলেন। তিনি তার বাবার কাছে শাস্ত্রীয় সঙ্গীত এবং মায়ের কাছ থেকে নজরুল গান শিখেছিলেন।

পরবর্তীতে, শাফিন তার বড় ভাই হামিনের সাথে যুক্তরাজ্যে লেখা পড়ার জন্য যান।

সেখানে পাশ্চাত্য সঙ্গীতের সাথে পরিচিত হন, যার ফলে মাইলস গঠন হয়।

এই ব্যান্ডটি বাংলাদেশের শীর্ষ ব্যান্ডগুলির মধ্যে একটি রয়ে গেছে, শাফিন তাদের ৯০% গানে কণ্ঠ দিয়েছেন, ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন।

গান গাওয়ার পাশাপাশি ব্যান্ডের হয়ে বেস গিটারও বাজিয়েছেন তিনি।

তবে ভাইয়ের সঙ্গে দীর্ঘদিনের বিরোধের কারণে সম্প্রতি মাইলস ছেড়ে নিজের দল গঠন করেন শাফিন।

শাফিনের সবচেয়ে প্রিয় কিছু গানের মধ্যে রয়েছে “চাঁদ তারা সুরজো,” “জলা জ্বালা,” “ফিরিয়ে দাও,” এবং “ফিরে এলে না।”

http://www.anandalokfoundation.com/