× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

পঞ্চগড়ে তারানা হালিম- মুক্তমনা মানুষ হিসেবে গড়ে উঠতে হবে

admin
হালনাগাদ: শনিবার, ১৪ মে, ২০১৬

এন এ রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি: ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী অ্যাডভোকেট তারানা হালিম বলেছেন, শুধু ভালো ছাত্রী হলেই চলবে না, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা করে মুক্তমনা মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।

গতকাল শুক্রবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রতিভা অন্বেষণে চারদিনব্যাপী আবাসিক বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তারানা হালিম।

ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের চেতনা লালন করে লেখাপড়া, আদর্শ ও নৈতিকতায় উজ্জ্বীবিত হয়ে সততা ও দুর্নীতিমুক্ত জীবন গড়ে তোলার পাশাপাশি সোনার মানুষ হয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তুলতে হবে। সামাজিক মূল্যবোধকে বাদ দিয়ে কোনো আধুনিকতা নয়, সংস্কৃতিচর্চা ও খেলাধুলা সমাজকে উন্নত করে এবং দেশকে বিশ্বের দরবারে পরিচিত করে।

তেঁতুলিয়া কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের প্রতিষ্ঠাতা কাজী হবিবর রহমানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সাবেক সংসদ সদস্য ও চট্টগ্রাম জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক চেমন আরা, সাবেক সংসদ সদস্য ফরিদা আক্তার হিরা, সাবেক সংসদ সদস্য ও জয়পুরহাট জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক মাহফুজা মণ্ডল, জেলা প্রশাসক অমল কৃষ্ণ মণ্ডল, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহাম্মেদ, কাজী মাহবুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

এর আগে ওই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সালাম গ্রহণ ও কুচকাওয়াজ উপভোগ করেন তারানা হালিম। পরে শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ
সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..