× Banner
সর্বশেষ
রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন

ঝিনাইদহ ক্যাডেট কলেজে এবারও শতভাগ পাশ

admin
হালনাগাদ: বুধবার, ১১ মে, ২০১৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ ক্যাডেট কলেজ থেকে এবারও শতভাগ পাশের গৌরাবর্জন করেছে। এ কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে ৫২ জন শিক্ষার্থী অংশ নেয়। তাদের সবাই এ প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে। বুধবার দুপুরে এসএসসির ফলাফল ঘোষনা করা হয়।

এরা হলো, ক্যাডেট এখলাস, সিজান, মুহতাদি, জাহিদ, সাজিম, আনজুম, রাইন, ইশরাক, তাহমিদ, আবির, তারিক, সাকিব, কায়েস, রাব্বি, ইশমাম, জামী, ফারদিন, তানজীম, শামীম, মানসিফ, অরিত্র, শাহরিয়ার, যুহায়ের, মুরসালিন, নাদিম, জামান, সাজিদ, জুবায়ের, তামিম, হায়দার, জাভেদ, রিয়াদ, আহমেদ, ইশতিয়াক, দাইয়ান, জিসান, আসমার, ওয়ালি, ফয়সাল, মাহমুদ, আশিব, তৌফিক, সোহান, আহনাফ, সাদিক, মেহরাব, নোমান, মাহফুজ, রাফিন, মুহতাসিম, তামজীদ ও মহিবুল্লাহ।

ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মো: সাদিকুল বারী জানান, ক্যাডেটদের এ সাফল্যের পিছনে শিক্ষকদের নিবীড় তত্বাবধান, সময় মত সিলেবাস সম্পন্ন করা, শিক্ষার্থীদের নিয়মিত পড়াশুনাসহ ক্যাডেট, ফ্যাকাল্টি মেম্বর ও অবিভাবকদের ত্রিমুখী প্রচেষ্টায় টিম ওয়ার্কের মাধ্যমেই আমারা এ সাফল্য পেয়েছি


এ ক্যটাগরির আরো খবর..