13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

কালকিনিতে পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা

admin
March 29, 2016 4:49 pm
Link Copied!

মো. আমির সোহেল,কালকিনি (মাদারীপুর) প্রতিনিধিঃ“পচন আছে যেথা,পাট চাষ করব সেথা” “উফশী জাতের পাট করলে চাষ ,করবে মোদের অভাব নাশ, প্রকৃতির অপরুপ দান, পরিবেশে রাখে বিরাট অবদান” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে মাদারীপুরের কালকিনি উপজেলা পাট অধিদপ্তরের আয়োজনে স্থানী অফির্সাস ক্লাবে গতকাল সকাল ১০টায় উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাটবীজ উৎপাদন এবং উন্নত পঁচন শীর্ষক প্রকল্পের আওতায় (২য় সংশোধীত) দিনব্যাপী পাট চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপ-সহকারী কালকিনি পাট উন্নয়ন কর্মকর্তা মো. আলমগীর হোসেনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. শাম্মী আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখন মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুর রাজ্জাক, ফরিদপুর পাট অধিদপ্তরের মনিটরিং অফিসার ও সহকারী পরিচালক আব্দুস সামাদ আজাদ, কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. রফিকুল ইসলাম ও উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. আব্দুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা জনাব বিশ্বজিৎ প্রমুখ। এ সময় ১হাজার পাট চাষীদের মধ্যে বীনা মূল্যে ১কেজি ৪শত ৩৫ গ্রাম করে পাট বীজ বিতরণ করা হবে।

http://www.anandalokfoundation.com/