× Banner
সর্বশেষ
টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন দুর্গাপূজার নিরাপত্তায় দুই মন্ত্রণালয়ের ৮০ হাজার কর্মকর্তা-কর্মচারী মাঠে থাকবে-উপদেষ্টা শারমীন এস মুরশিদ। শীঘ্রই গঠন হবে তথ্য কমিশন : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা দুর্গাপূজায় মণ্ডপের পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা বেড়েছে- স্বরাষ্ট্র উপদেষ্টা মৎস্য সম্পদ রক্ষায় সমুদ্রে অতিআহরণ নিয়ন্ত্রণে বিধিবদ্ধ পদক্ষেপ নেবে সরকার – মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদপুরে এন্টিভেনম দেওয়ার মিনিটের মধ্যেই সাপে কাটা রোগীর মৃত্যু কোটালীপাড়ার সিদ্ধান্তবাড়ী ষষ্ঠীপূজায় শুরু পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসব টসে জিতে ভারত বোলিং এর সিদ্ধান্ত, খেলছেন না হার্দিক পান্ডিয়া অপরাজিতা ফুলের উপকারিতা

যশোর জেলার শ্রেষ্ট চেয়ারম্যান বকুল নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদকে ভূষিত

admin
হালনাগাদ: শনিবার, ৫ মার্চ, ২০১৬

শার্শা (যশোর) প্রতিনিধি ॥ সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য মানবাধিকার জোট কর্তৃক ২০১৫ সালের যশোর জেলার শ্রেষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসাবে নেলসন ম্যান্ডেলা স্বর্ণপদকে ভূষিত হলেন যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল। তিনি বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক। একই সাথে তিনি বৃহত্তর বাগআঁচড়া বাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক, বাগআঁচড়া ডাঃ আফিল উদ্দীন ডিগ্রী কলেজ, বাগআঁচড়া ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়, বাগআঁচড়া সম্মিলিত গার্লস স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সদস্য। এ ছাড়াও তিনি মসজিদ, মাদরাসা, এতিম খানা সহ বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সাথে অতপরোত ভাবে জড়িত। গত শনিবার রাজধানী ঢাকায় বাংলাদেশ ফটো জার্নালিস্ট মিলনায়তনে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাডঃ ফজলে রাব্বি মিয়া এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই পুরষ্কার প্রদান করেন। চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুল সমাজ সেবায় যশোর জেলার শ্রেষ্ট চেয়ারম্যান হিসাবে স্বর্ণপদকে ভূষিত হওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন বাগআঁচড়া প্রেস ক্লাবের সাবেক সভাপতি হেতায়েত উল্লাহ, সহ-সভাপতি আবু সাঈদ, সাধারণ সম্পাদক শেখ ইন্তাজুর রহমান মুকুল ও দপ্তর সম্পাদক শরিফুল ইসলাম প্রমুখ।


এ ক্যটাগরির আরো খবর..