13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

ন্যাশনাল সার্ভিসের মাধ্যমে আগৈলঝাড়ায় বারশত শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের কাজ শুরু।

admin
March 2, 2016 2:06 am
Link Copied!

প্রবীর বিশ্বাস ননীঃ-
বর্তমান সরকার শিক্ষিত বেকারদের প্রতিঘরে চাকুরীর অঙ্গিকারে ন্যাশনাল সার্ভিস কর্মসুচির মাধ্যমে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ৫টি ইউনিয়নের এক হাজার দুইশত বাইশ জন শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের কার্যক্রম শুরু করেছে। মঙ্গলবার সকালে উপজেলা সদরে ভেগাই হালদার পাবলিক এ্যাকাডেমী হল রুমে কার্যক্রমের উদ্ভোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবী চন্দ। এসময় জনপ্রতিনিধি, গন্যমান্য ব্যক্তিবর্গ ও সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে ২৪ বছর থেকে ৩৫ বছর পর্যন্ত এইচ,এস,সি পাশ বেকার যুবক-যুবতি ন্যাশনাল সার্ভিস কর্মসুচিতে কাজের সুযোগ পাচ্ছেন। উপজেলা সদরে বি এইচ পি এ্যাকাডেমী হল রুম, গৈলা মাধ্যমিক বিদ্যালয় হল রুম, জোবারপাড় মাধ্যমিক বিদ্যালয় হল রুম, ও রাজিহার ইউনিয়নে দুটি ভেনুসহ পাঁচটি ভেনুতে তিন মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষন কোর্স শুরু হয়েছে। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এ, কে, এম মাসুদুল হাসান, বরিশাল বিভাগীয় বেবীহোম এর উপ-তত্বাধায়ক আবুল কালাম আজাদ, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোঃ বক্তিয়ার, উপজেলা এ্যাকাডেমী সুপার ভাইজার প্রান কুমার ঘটক, উপজেরা পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা মাহমুদা খাতুন, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, যুব উন্নয়ন কার্যালয়ের সিএস আবুল কালাম আজাত. আবু কাওসার, সাজাহান তালুকদারসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ন্যাশনাল সার্ভিসে অংশ গ্রহনকারী প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষন প্রদান করিবেন বলে জানাগেছে।

http://www.anandalokfoundation.com/