14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

লেখাপড়া বিঘ্নিত হচ্ছে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে

admin
February 14, 2016 5:02 pm
Link Copied!

মধুখালী প্রতিনিধিঃ মধুখালী উপজেলার মধ্যে কামারখালী ইউনিয়নের কোমরপুর গ্রামে ১৯৯১ সনে একটি স্যাটেলাইট স্কুল প্রতিষ্ঠিত হয়। দীর্ঘ চার বছর চলার পর স্কুলটি বন্ধ হয়ে যায়। বিগত ১৬ বছর পর আবার যুব সমাজের উদ্দ্যেগে ২০১০ সালে স্কুলটি পুনরায় বেসরকারি ভাবে চালু করা হয়। গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গের মাধ্যমে আলাপ আলোচনা করে কমিটি গঠন করে সভাপতির মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হয়ে প্রধান শিক্ষিকা নিলুফা ইয়াসমিন সহকারী শিক্ষিকা জেসমিন নাহার, মোছাঃ আইরিনা, মোছাঃ রুপা বেগম মোট চারজন শিক্ষিকা অক্লান্ত পরিশ্রম করে আসার পর দ্বিতীয় পর্যায়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান মন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা গত ০১-০৭-২০১৩ইং সনে সরকারিকরণ ঘোষণা করেন।

প্রায় দুই বছর গত হলো প্রধান শিক্ষিকা সহ আজও পর্যন্ত কোন শিক্ষিকা বেতন পাইনি। বর্তমান এই স্কুলে প্রধান শিক্ষিকা সহ চারজন শিক্ষিকা আছে। এই স্কুলে বর্তমান শিশু শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ছাত্র-ছাত্রীর সংখ্যা ১৩৪ জন। এই স্কুলে দুই রুম বিশিষ্ট একটি ছোট ঘর এবং একটি টিনের দোচালা বাংলা ঘর টিনের ঘরের চালের টিন ছিদ্র বৃষ্টি হলেই পানি পড়ে। তার আবার বাংলা ঘরের কোন বেড়া নাই সব বাশ দিয়ে তৈরি। ছাত্র-ছাত্রী বসার কোন বেঞ্চ নেই যে বেঞ্চ আছে সেই সকল বেঞ্চে ছাত্র-ছাত্রী বসা চরম সমস্যা এমনকি দই সিফটি করেও বেঞ্চ সংকট সমস্যার সমাধান হচ্ছে না অধিকাংশ ছাত্র-ছাত্রী দাড়িয়ে এবং বসে ক্লাস করছে।

আবার শিক্ষিকাদের চেয়ার টেবিল ব্লাকবোর্ডের সমস্যা এমনকি বেঞ্চের সমস্যার কারনে পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীর কোচিং করা হচ্ছে না। তাই উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে কথাবার্তা বললে তিনি বলেন স্কুলটি ছিল বেসকারি বর্তমান সরকারি প্রক্রিয়া হওয়ায় অচিরেই সকল সমস্যার সমাধান করার ব্যবস্থা করা হবে। তাছাড়া ঐ স্কুলের প্রধান শিক্ষিকার সাথে কথা বললে তিনি বলেন স্কুলের সর্বপরি সমস্যার কথা উল্লেখ করে প্রধান শিক্ষিকা বলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি আবেদন পত্র জমা দিবেন। তাই স্কুল টির প্রতি স্থানীয় সরকার এবং উর্ধ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি আর্কষণ করছি। যাতে স্কুলের ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার সমস্যা এবং শিক্ষিকাদের বেতনের সমস্যার সমাধান হয়।

http://www.anandalokfoundation.com/