× Banner
সর্বশেষ
রাশিয়া থেকে ৫২ হাজার ৫ শত মেট্রিক টন গম নিয়ে জাহাজ চট্টগ্রামের কুতুবদিয়া বর্হিনোঙ্গরে পৌঁছেছে অপরিচ্ছন্নতা ও কর্মকর্তা কর্মচারীদের খাম খেয়ালীপনার মধ্যে দিয়ে চলছে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কোন অপশক্তি বেড়ে গেলে বিএনপি প্রতিহত করবে -ইঞ্জিনিয়ার আবদুস সোবহান খাগড়াছড়িতে প্রশাসনের ১৪৪ ধারা জারির মধ্যেই চলছে অবরোধ বেনাপোলে রাষ্ট্রীয় মর্যাদায় চিরনিদ্রায় শায়িত বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন আজ নবদুর্গার সপ্তম রূপে দেবী কালরাত্রির পূজা আজ ২৯ সেপ্টেম্বর সোমবার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ সোমবার(২৯ সেপ্টেম্বর) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে টি২০ এশিয়া কাপ চ্যাম্পিয়ান ভারত, জয়ের নায়ক তিলক ভার্মা এশিয়া কাপ জেতায় ভারতীয় টিমকে মোদির অভিনন্দন

বিশ্বের বিভিন্ন দেশে চলছে মশক নিধন অভিযান

admin
হালনাগাদ: সোমবার, ১ ফেব্রুয়ারী, ২০১৬

নিউজ ডেস্কঃ জিকা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বিশ্বের বিভিন্ন দেশে চলছে মশক নিধন অভিযান। এর অংশ হিসেবে নিকারাগুয়ায় শুরু হয়েছে পরিচ্ছন্নতা কার্যক্রম। পরিচ্ছন্নতা অভিযান চালানোর পর কলম্বিয়ার কুকুটা শহরকে এডিস মশামুক্ত ঘোষণা করেছে দেশটির সরকার।

ব্রাজিলের আর দশজন নারীর মতোই হিলদা ভিনানসিও ভেবেছিলেন বাচ্চার জন্ম তাঁর জন্য বয়ে আনবে সবচেয়ে সুখকর অনুভূতি। তবে চিকিৎসক যখন তাঁকে জানালেন জিকা ভাইরাসের সংক্রমণের কারণে তাঁর শিশু মাইক্রোসেফালিতে আক্রান্ত হয়ে থাকতে পারে তখন মুহূর্তের মধ্যেই সবকিছু পাল্টে যায়। দিশেহারা হয়ে পড়েন হিলদা।

তিনি বলেন, ‘গর্ভধারণের দুই থেকে তিন মাসের মধ্যে আমি আমার শরীরে কিছু র‌্যাশ দেখতে পেলাম। সেই সঙ্গে জ্বর। চিকিৎসক আমাকে জানালেন আমার বাচ্চার মাইক্রোসেফালি রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা রয়েছে। এখন দেখছি সে আশঙ্কাই সত্যি হলো।’

মহামারী আকারে ছড়িয়ে পড়া এ রোগ নিয়ে এখন উদ্বিগ্ন ব্রাজিলসহ গোটা বিশ্বের মানুষ। জিকা ভাইরাসের বাহক এডিস এজিপটাই মশা নিধনে সর্বোচ্চ চেষ্টা শুরু করেছে কলম্বিয়া সরকার। নিজেদের বাড়িঘর আর চারপাশ কীভাবে জিকা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ রাখা যায় এ বিষয়ে জনগণকে সচেতন করার চেষ্টা চলছে দেশটির কুকুটা শহরে।

কুকুটা শহরের স্বাস্থ্যমন্ত্রী জুডিথ ওরতেগা বলেন, ‘শহর কীভাবে পরিচ্ছন্ন রাখা যায় এ ব্যাপারে জনগণকে জানাতে আমরা পরিচ্ছন্নতাকারী প্রতিষ্ঠানের কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছি। শহর থেকে সব আবর্জনা সরিয়ে ফেলার পর মশক নিধনকারী গ্যাস স্প্রে করা হয়েছে। তাই বলতে পারি এ শহর এখন সম্পূর্ণভাবে এডিস মশা মুক্ত।’

সংক্রমণ ঠেকাতে নিকারাগুয়ার শহরগুলোতেও চালানো হচ্ছে পরিচ্ছন্নতা অভিযান। রোববার দেশটির মানাগুয়া শহরে গণপরিচ্ছন্নতা অভিযানে শহরের ময়লা আবর্জনা সরিয়ে ফেলা হয়। একই সাথে বাড়ি বাড়ি গিয়ে অপ্রয়োজনীয় জিনিসপত্রও সংগ্রহ করে নিয়ে যান পরিচ্ছন্নতাকর্মীরা।

এদিকে ল্যাটিন আমেরিকার পর এবার এশিয়া মহাদেশের দেশগুলোতে এ ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গত বুধবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রকাশিত খবরে বলা হয় সংক্রমণের ঝুঁকিতে রয়েছে ভারতের পশ্চিমাঞ্চল। বিশেষ করে কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরু এবং পশ্চিমাঞ্চলের উপকূলীয় অঞ্চলে সংক্রমণের আশংকা বেশি। ১৯৪৭ সালে আফ্রিকায় প্রথম জিকা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।


এ ক্যটাগরির আরো খবর..