14rh-year-thenewse
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

গৌরনদীতে প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা গ্রহন

Brinda Chowdhury
April 17, 2021 7:21 pm
Link Copied!

মণীষ চন্দ্র বিশ্বাস, গৌরনদী: মহামারী করোনভাইরাস সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গৌরনদীতে মহামরাী করোনাভাইরাসের টিকা প্রয়োগের আগ্রহ মানুষের মাঝে দিন দিন বাড়ছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা গ্রহন করতে আসা লোকজনের লম্ভা লাইন দেখে গেছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে টিকা গ্রহন করছেন।

এ ছাড়া গত ২৪ ঘন্টার নতুন করে দুই নারী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। করোনার দ্বিতীয় ঢেউএ এ যাবত এক জনের মৃত্যুসহ ১১ জন আক্রান্ত হয়েছে।

শনিবার উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস, তার সহধর্মীনি, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আঃ রব হাওলাদার, মাহিলাড়া ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ফিরোজ ফোরকান, ইউপি চেয়ারম্যান গোলাম হাফিজ মৃধাসহ বিশিষ্টজনরা দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যানবিদ নিজামুল ইসলাম জানান, গত ১৫ এপ্রিল পর্যন্ত টিকা গ্রহনের জন্য মোট নিবন্ধন করেছেন ১০ হাজার ৪ জন। এর মধ্যে প্রথম ডোজ টিকা গ্রহন করেছেন ৬ হাজার ২১৭ জন। দ্বিতীয় ডোজ টিকা গ্রহন করেছেন ৯৬৭ জন।

http://www.anandalokfoundation.com/