13yercelebration
ঢাকা
আজকের সর্বশেষ সবখবর

যশোরে ভার্চুয়াল প্লাটফর্মে নববর্ষ উদযাপন

Brinda Chowdhury
April 14, 2021 4:41 pm
Link Copied!

যশোর প্রতিনিধি: করোনার কারণে সাংস্কৃতিক সূতিকাগার যশোরে ভার্চুয়ালি বাংলা নববর্ষ উদযাপন করেছে পুনশ্চ যশোর নামে একটি সংগঠন। আজ সকাল ৯টায় ফেসবুক লাইভে তারা এ সাংস্কৃতিক অনুষ্ঠান করে।

বাংলা নববর্ষ উদযাপনের অন্যতম অনুসঙ্গ মঙ্গল শোভাযাত্রা শুরু হয়েছে সাংস্কৃতিক কর্মকান্ডের সূতিকাগার যশোর থেকে। ৩৫ বছর ধরে নববর্ষের সকালে বের হয় এ শোভাযাত্রা। যা ইউনেস্কোর বিশ^ ঐতিহ্যের তালিকায় স্থান পায়। করোনার কারণে মানুষ ঘরবন্দি হওয়ায় এ বছর বন্ধ রয়েছে মঙ্গল শোভাযাত্রাসহ সকল প্রকার আনুষ্ঠানিকতা। তবে ঘরে বসেও যে যার মত উদযাপন করছে দিবসটিকে। এ জন্য অনেকে বেছে নিয়েছে ফেসবুক প্লাটফর্মকে। ফেসবুকে নববর্ষের বার্তা প্রদানসহ লাইভ গানের অনুষ্ঠানও করেছে পুনশ্চ যশোর। তারা আজ সকাল ৯টায় এসো হে বৈশাখ গানের মধ্যে দিয়ে নববর্ষের অনুষ্ঠানের সুচনা করে। প্রায় আধা ঘন্টা গান গেয়ে ফেসবুকে মানুষকে বিনোদিত করে।

পুনশ্চ যশোরের সাধারণ সম্পাদক পান্না লাল দে বলেন, গতবছরও আমরা ফেসবুক লাইভে বাংলা নববর্ষের অনুষ্ঠানের আয়োজন করেছিলমা। বেশ সাড়া পেয়েছিলাম। সর্বাত্ম লকডাউনের কারণে যার ধারাবাহিকতায় এবারও ফেসবুক লাইভে নববর্ষ উদযাপন করছি। আগে থেকেই ফেসবুকে ঘোষণা দেয়া ছিল। ঘোষণা মতে সকাল ৯টায় এসো হে বৈশাখ দিয়ে অনুষ্ঠান শুরু করি। এরপর লোকগীতি, আঞ্চলিক গান, আধুনিক গান ও কবিতা পাঠ করা হয়। লাইভে অনেকে এ অনুষ্ঠান দেখেছেন। আশাকরি আমরা করোনা মুক্ত হতে পারবো এবং আগামীতে সাড়ম্বরে পহেলা বৈশাখ উদযাপন করবো।
এদিকে অনেক বিনোদন প্রিয় মানুষ ঘরে বসে ভার্চুয়ালি এ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন। তারা লকডাউনের মধ্যেও এমন আয়োজনে সন্তোষ প্রকাশ করেছেন।

সুকুমার দাস নামে একজন বিনোদনপ্রিয় বলেন, করোনা মহামারির আগে যেভাবে বাংলা নববর্ষ উদযান করেছি তাতো হচ্ছে না। তাই ফেসবুকে বিভিন্ন সংগঠনের সাংস্কৃতিক অনুষ্ঠান দেখছি। সকালেই পুনশ্চ যশোরের অনুষ্ঠান দেখলাম বেশ ভালো লাগলো। ঘরে বসেই উদযাপন করছি নববর্ষ। আগামীতে সুস্থ্য পরিবেশে আবারো বাংলা নববর্ষ উদযান করবো সেই প্রত্যাশা।

আলমগীর হোসেন নামে অপর একজন বলেন, আমি সাংস্কৃতিক অঙ্গনের সাথে জড়িত। যে কারণে জানতাম আজ ফেসবুক লাইভে বাংলা নববর্ষ উদযাপন হবে। সকালে বৈশাখের গানসহ বিভিন্ন ধরণের গান কবিতা শুনলাম। দিনের শুরুটা ভালো হলো। তবে আক্ষেপ পরিবার পরিজন নিয়ে বরাবরের মত বের হতে পারবো না। তবে সুস্থ্য থাকতে ও জীবন বাঁচাতে সরকারি নির্দেশনা মেনে ঘরে আছি। সবাইকে ঘরে থেকেই নববর্ষ উদযাপনের আহবান জানাবো।

http://www.anandalokfoundation.com/