পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে সাবেক ছিটমহল সমূহের কলমি নকশা ও মালিকানার হাল তথ্য মহাপরিচালক, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের নিকট হস্তান্তর করা হয়েছে। ১৯ডিসেম্বর বিকাল ৫টায় জেলা প্রশাশকের সম্মেলন কক্ষে এই হস্তান্তর অনুষ্ঠানেরআয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়ের সচিব মেজবাহ উল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক মো. আব্দুল জলিল।
সভায় আরও উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রনালয়ের যুগ্ম সচিব জনাব রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মাহমুদুল আলম।গত ১৫ অক্টোবর শুরু হওয়া ছিটমহল সমূহের ভূমি জরিপ কার্যক্রম শেষ হয় ১০ ডিসেম্বর ২০১৫।
পঞ্চগড় জেলার বিলুপ্ত ছিটমহলের সংখ্যা ১২টি। যেখানে প্রায় ২০ হাজারেরও বেশী লোকের বসবাস। সর্বমোট ১১ হাজার ৯ শত ৩২ দশমিক ৭৪ একর জমির মধ্যে প্রায় ২৫ হাজার ৩ শত ৭৩টি প্লট ২০৭টি বইয়ের মাধ্যমে নকশা আকারে প্রকাশিত হয়েছে।