অসীম কুমার, বগুড়ারঃ বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার হাটফুলবাড়ি ইউনিয়নের, হাটফুলবাড়ি শ্রী শ্রী পাঞ্চতত্ত্ব হরিমন্দিরে শারদাঞ্জলি গীতা নিকেতনের (স্কুল) শুভ উদ্বোধন করা হয়ে হয়েছে।
১৫ জানুয়ারি বিকাল ৩ ঘটিকায় মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে গীতা নিকেতনের শুভ উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন শারদাঞ্জলি ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি, অসীম মোহন্ত।
শারদাঞ্জলি ফোরাম বগুড়া জেলা কমিটি কর্তৃক পরিচালিত ও হাটফুলবাড়ী শ্রীশ্রী পঞ্চতত্ত্ব হরিমন্দির শারদাঞ্জলি গীতা নিকেতনের আয়োজনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,হাট ফুলবাড়ী শ্রীশ্রী পঞ্চতত্ত্ব হরি মন্দির কমিটির সভাপতি ডাক্তার ক্ষিতিশ চন্দ্র বর্মন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ি রতন সিং।
শারদাঞ্জলি ফোরাম বগুড়া জেলা শাখার সভাপতি, অসীম মোহন্ত তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, ধর্মীয় শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের চারিত্রিক গঠনে নৈতিক শিক্ষার ব্যবস্থা করতে হবে। তিনি আরো বলেন, শারদাঞ্জলি ফোরাম সারা বাংলাদেশে ধর্মীয় শিক্ষার পাশাপাশি মুমূর্ষু রোগীর জন্য রক্তের ব্যবস্থা, কন্যাদায়স্ত পিতাকে সহায়তা, বস্ত্রদানসহ বিভিন্ন মানবসেবামূখি কার্যক্রম পরিচালনা করছে। তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তাঁর বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, শারদাঞ্জলি ফোরাম বগুড়া জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক রতন রায়, সাংগঠনিক সম্পাদক সবুজ রায়, প্রবাসী কল্যাণ সম্পাদক সমীর দেবনাথ উজ্জ্বল, মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম বিষয়ক সম্পাদক, শ্রী শঙ্কর কৃষ্ণ দাস, সহ মন্দির ভিত্তিক শিক্ষা কার্যক্রম বিষয়ক সম্পাদক মানিক হাওলাদার। শ্রী অরুনাংশ কুমার সাহা, সভাপতি হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখা, শ্রী চন্দন চক্রবর্তী, সভাপতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সারিয়াকান্দি উপজেলা শাখা।বাংলাদেশ হিন্দু পরিষদ রাজশাহী বিভাগীয় কমিটির আহবায়ক ডাঃ সুব্রত কুমার ঘোষসহ জেলা ও উপজেলা পর্যায়ের অন্যান্য নেতৃবৃন্দ।
Leave a Reply