সোমবার, ১৮ জানুয়ারী ২০২১, ১০:৪০ অপরাহ্ন
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগের সত্যতা তদন্তের লক্ষ্যে ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠনের ২ সপ্তাহেও শুরু হয়নি তদন্ত কার্যক্রম।
রংপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২০২০ সালের ৩১ ডিসেম্বর তারাগঞ্জ উপজেলার উজিয়াল মধ্যপাড়া কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি মাহামুদুর রহমান উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মোস্তফা জামান চৌধুরী ও সহকারি স্বাস্থ্য পরিদর্শক আব্দুস সালামের বিভিন্ন অনিয়ম ও দূর্নীতির অভিযোগ তুলে রংপুৃর সিভিল সার্জন বরাবরে একটি লিখিত অভিযোগ করেন।
এরপর স্থানীয় ও জাতীয় মানে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন মিডিয়ায় উক্ত অফিসারের অনিয়ম ও দূর্নীতির অভিযোগে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়। এরই প্রেক্ষিতে চলতি বছরের ২রা জানুয়ারি রংপুরের সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. কানিজ ফাতেমাকে আহ্বায়ক করে তিন সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেন।
কমিটির অপর দুই সদস্য হলেন রংপুর সদর উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. রবি শঙ্কর মন্ডল ও সিভিল সার্জন অফিসের প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এরই তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও প.প.কর্মকর্তাকে স্ট্যান্ড রিলিজ করে রংপুর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হলে ১১ জানুয়ারি তিনি সেখানে যোগদান করেন। কিন্তু তদন্ত কমিটি গঠনের প্রায় ১০ দিন অতিবাহিত হলেও তদন্ত কমিটির কার্যক্রম শুরু না হওয়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে তারাগঞ্জ উপজেলার সচেতন মহলে।
এ বিষয়ে জানতে চাইলে মুঠোফোনে রংপুর সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার বলেন, একজন সিএইচসিপির লিখিত অভিযোগ ও অনলাইনসহ পত্র-পতিকায় তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার বিভিন্ন অনিয়মের প্রতিবেদনের ভিত্তিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। যে কোন সময় তদন্ত কমিটির সদস্যরা তারাগঞ্জে উপস্থিত হয়ে তদন্ত করবে। এমনকি প্রয়োজনে তদন্ত কমিটির সদস্যরা কমিটির দুই একজন সদস্য বৃদ্ধিও করতে পারে বলে ফোন লাইনটি কেটে দেন।
Leave a Reply