এন, এ, রবিউল হাসান লিটন, পঞ্চগড় প্রতিনিধি:পূরণ হতে চলেছে পঞ্চগড়ের মানুষের দীর্ঘ দিনের স্বপ্ন।পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটার ডুয়েল গেজরেল লাইনের কাজ শেষ হয়েছে। অবকাঠামোগত অন্যান্য কাজ শেষ হলেই পঞ্চগড়-ঢাকা রুটে চালু হবে আন্তঃনগর ট্রেন।
দেশ স্বাধীন হওয়ার অনেকআগে থেকেই পঞ্চগড়ে যাত্রী ও মালামাল পরিবহনে রেললাইন স্থাপিত হয়।মালামাল পরিবহনে সুবিধা থাকলেও যাত্রী পরিবহনে সুবিধা থেকে পিছিয়েপঞ্চগড় স্টেশন। দিনাজপুর থেকে পঞ্চগড় পর্যন্ত— মিটারগেজ লাইন হওয়ায় এ রুটে কোনো আন্তঃনগর ট্রেন চলাচল করতোনা।
বর্তমানে শান্তাহার থেকে বেসরকারি পরিচালনায় একটি মিশ্র লোকাল ট্রেন পঞ্চগড় পর্যন্ত চলাচল করছে। প্রতিদিন রাত ১২টায় পঞ্চগড় স্টেশনে ট্রেনটি যাত্রী নিয়ে আসে। আবার পরদিন সকাল ৮টায় শান্তাহারের উদ্দেশে যাত্রী নিয়ে যাত্রা শুরু করে। অনেক যাত্রী আবার পঞ্চগড় থেকে দিনাজপুরে গিয়ে ঢাকা যাওয়ার জন্য আন্তঃনগর ট্রেন ধরেন।
পঞ্চগড়ের অনেক যাত্রী আছেন যারাদিনাজপুরে গিয়ে আন্তঃনগর ট্রেনেরটিকিট না পাওয়াসহ অনেক ঝক্কি-ঝামেলার শিকার হচ্ছেন। অথচ পঞ্চগড়সহ এ এলাকার মানুষের বহু দিনের দাবি পঞ্চগড়-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু করা হোক। ব্যবসায়-বাণিজ্যের বিবেচনায় পঞ্চগড় একটি সম্ভাবনাময় জেলা। এখানকার সমতল ভূমিতে প্রচুর পাথর রয়েছে। খনি থেকে পাথর তুলে দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হচ্ছে। রয়েছে জেমজুট,জেমকন, মুরগির ও ডেইরী ফার্ম, চারটি চাফ্যাক্টরি, চা বাগান,পঞ্চগড় চিনিকলসহ অসংখ্য বেসরকারি ব্যবসায় প্রতিষ্ঠান।
দেশের বিভিন্ন জেলা থেকে প্রতিদিন অসংখ্য ব্যবসায়ী কোচ বা বাসে পঞ্চগড় আসেন। কোচে বা বাসে সুবিধার চেয়ে অসুবিধাও রয়েছে। পঞ্চগড় থেকেআন্তঃনগর ট্রেন চালু হলে প্রতিদিন ব্যবসায়ীরা আন্তঃনগর ট্রেনে বিভিন্নজেলায় যাতায়াত করতে সুবিধা পাবে।পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ডুয়েলগেজ রেললাইনের কাজ শেষ হয়েছে।
পঞ্চগড়-ঢাকা রুটে অতি সত্বর আন্তঃনগর ট্রেন চালুর সম্ভাবনা রয়েছে।সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, এ রুটেআন্তঃনগর ট্রেন চলাচল করার ২০১১ সালে দিনাজপুরের পার্বতীপুর থেকে পঞ্চগড় পর্যন্ত ১৫০ কিলোমিটার মিটার গেজ লাইন ডুয়েল গেজে রূপান্তর প্রকল্পের আওতায় ম্যাক্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ শুরু করে।
ইতোমধ্যে রেললাইনের নির্মাণকাজ শেষ হলেও এ বছরের মধ্যে এ লাইনে আন্তঃনগর ট্রেন পুরোদমে শুরু হচ্ছে না। নতুন রেলস্টেশনসহ অন্যান্য অবকাঠামো নির্মাণ কাজের গতিতে চলায় ট্রেন চলাচল শুরু হতে প্রায় এক বছর দেরি হবে। বর্তমানে দ্বিতলরেলস্টেশন, ওয়াশফিট, ডগ লাইন, পানির ট্যাংকি, প্লাটফর্ম, সীমানা প্রাচীর নির্মাণকাজ চলছে। এই কাজ শেষ হলেই পঞ্চগড়বাসীর দীর্ঘ প্রতীতি পঞ্চগড়-ঢাকা রুটে আন্তঃনগর ট্রেন চলাচল শুরু হবে